টোকিওতে চীন ও জাপানের মধ্যে ৫০০ শিক্ষার্থীর বিনিময় সম্মেলন অনুষ্ঠিত
  2019-12-17 14:08:59  cri
চীন-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, জাপান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এবং যুব বিদেশি সহযোগিতা সমিতির যৌথ উদ্যোগে চীন-জাপান বিশ্ববিদ্যালয়ের ৫০০জন শিক্ষার্থীর বিনিময় সম্মেলন ২৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। এটি কেবল চীন-জাপান যুব বিনিময়ের প্রচার বর্ষের অন্যতম কার্যক্রমই নয়, চীন-জাপান সিনিয়র সাংস্কৃতিক বিনিময় ও আলোচনাব্যবস্থা বাস্তবায়নের একটি আদর্শ উদাহরণও বটে। সেদিন, চীন থেকে প্রায় ৩০০জন বিশ্ববিদ্যালয় ছাত্র এবং প্রায় ২০০জন জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একে অপরের দেশের সৌন্দর্য প্রদর্শন করেছিল এবং সমৃদ্ধ বিনিময় কার্যক্রম চালিয়েছিল।

গত বছর থেকে, দুই দেশের নেতাদের এবং সর্বস্তরের নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় চীন-জাপান সম্পর্ক অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সম্পর্ক উন্নয়নের একটি দৃঢ় ফলস্বরূপ, উভয় পক্ষ যুব বিনিময়কে শক্তিশালী করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় এবং ২০১৯ সালকে 'চীন-জাপান যুব বিনিময় প্রচার বছর' হিসাবে চিহ্নিত করে। এ বছর থেকে শুরু করে, দুই দেশের সরকার আগামী পাঁচ বছরে ৩০ হাজার যুবক বিনিময় ও পরিদর্শনের ব্যবস্থা করবে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জাপান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কর্তৃক ২০১৯ সালের চীন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জাপানের বন্ধুত্বপূর্ণ এক্সচেঞ্জ বাস্তবায়িত হয়। এ সফর হলো চীন-জাপান ইয়ুথ এক্সচেঞ্জ প্রচার বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। জাপান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, চীনে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত মিয়ামোটো ইউজি এক্সচেঞ্জ সভায় এক বক্তব্য দেন। তিনি বলেন:

যুবক-যুবতীরা কোনও কুসংস্কার বা পূর্ব ধারণা না করেই একে অপরকে সহজ ও উন্মুক্ত মন দিয়ে বুঝতে পারে। আমি আশা করি, প্রত্যেকেই এই সুযোগকে উপযুক্ত কাজে লাগাবে এবং জাপানকে আপনার চোখে বা আপনার চীনকে জানবে, সম্ভবত এটি আপনাকে নতুন আবিষ্কারের সুযোগও দেবে। জুনে জি-২০ শীর্ষসম্মেলনে দু'দেশের নেতারা চীন-জাপান সম্পর্ককে নতুন যুগের প্রয়োজনীয়তা মেটাতে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছানোর জন্য আলোচনা করেছিলেন। গোটা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে জাপান এবং চীন উভয়েরই একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি আশা করি প্রত্যেকে নির্দ্বিধায় কথা বলবেন এবং নতুন যুগে জাপান-চীন সম্পর্কের ভবিষ্যত নিয়ে পূর্ণ সংলাপ শুরু করবেন।

জাপান-চীন শিক্ষার্থী বিনিময়ে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা চীনের আনহুই, চিয়াংসু, হ্যপেই, চ্যচিয়াং, হুনান, শানসিসহ ছয়টি প্রদেশের মোট প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে।

জাপানে চীনের মিনিস্টার ল্যাংকের কাউন্সিলার ইয়াং ইয়ু বিনিময় সভায় বলেন, কিশোর-কিশোরীরা দেশ ও জাতির আশা এবং চীন-জাপান সম্পর্কের ভবিষ্যত তৈরি করে। চীন সর্বদা চীন-জাপান যুব আদান-প্রদানের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেয়। কিছু দিন আগে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসুর সাথে চীন-জাপান উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় ও আলোচনা ব্যবস্থাপনার প্রথম বৈঠক করেছেন এবং দুই পক্ষ ৮টি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে, এর মধ্যে দুটি দেশের মধ্যে যুব আদান-প্রদান জোরদার করা, চীন-জাপান দ্বি-মুখী স্টাডি ট্যুর পুনরুদ্ধার ও সম্প্রসারণ অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন ও জাপানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আজকের বিনিময় কার্যক্রম দুটি দেশের মধ্যে যুব সমাজের বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ।

চীন-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল ইউয়ান মিন ডাও, যিনি চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এক বক্তৃতায় বলেন, চীন-জাপান যুব বিনিময় সম্মেলন দু'দেশের নেতাদের মধ্যে ঐক্যমত্য বাস্তবায়নের জন্য কেবল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপই নয়, বরং দু'দেশের যুবকদের মধ্যে বিনিময়কে আরও গভীরতর করার এবং বন্ধুত্ব প্রচারের এক দারুণ অনুশীলন।

জানা গেছে, চীনা ও জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫০০ সদস্যের বিনিময় অনুষ্ঠানটি ২০১৮ সালের নভেম্বরে "চীন-জাপান শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকীর স্মরণে চীনা-জাপানি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিনিময় অনুষ্ঠানের পর" দ্বিতীয় বৃহত্তম বিনিময় অনুষ্ঠান। বিনিময় সভায়, চীনা এবং জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটো ও সংক্ষিপ্ত কথার মাধ্যমে একে অপরের দেশের পরিচয় তুলে ধরে। চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানের প্রাকৃতিক দৃশ্য, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ প্রতিরোধ শিক্ষা, আবর্জনা ব্যবস্থাপনা, সামাজিক শৃঙ্খলা, ঐতিহ্যবাহী সংস্কৃতির সুরক্ষা এবং উত্তরাধিকার, অ্যানিমেশন ইত্যাদির প্রতি গভীর আগ্রহ দেখা যায়। জাপানিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য, সস্তা ও সুস্বাদু চাইনিজ খাবার এবং পরিশ্রমী ও বন্ধুত্বপূর্ণ চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনে অধ্যয়নের সময় তাদের অনুভূতির বর্ণনা দিচ্ছিল। এই "নতুন" আবিষ্কারগুলি অবশ্যই দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং গভীর বন্ধুত্বের প্রচারের ক্ষেত্রে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040