আজকের টপিক-১৯১২১৮
  2020-01-27 19:31:02  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন 'আজকের টপিক'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

প্রিয় বন্ধুরা, চলিত মাসের ৫ তারিখ ছিল ৩৪তমচৌত্রিশ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এ দিবসে ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নিয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আপনারা জানেন, ২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। সেই অলিম্পিকে স্বেচ্ছাসেবকরা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছিলেন।

জানা গেছে, এবার বেইজিং শীতকালীন অলিম্পিক গেম্সের জন্য মোট ২৭ সাতাশ হাজার সেচ্ছাসেবক এবং প্যারালিম্পিকের জন্য ১২ হাজার সেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এসব স্বেচ্ছাসেবক বেইজিং, ইয়ান ছিং, চাং চিয়া থওতে আন্তর্জাতিক যোগাযোগ, প্রতিযোগিতা সংগঠন, স্টেডিয়াম ব্যবস্থাপনাসহ মোট ১২টি কাজে অংশ নেবেন। স্বেচ্ছাসেবক হিসেবে যারা আবেদন করেছেন, তাদেরকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলো হচ্ছে: চীনের আইন ও বিধি মেনে চলতে হবে; ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বয়স অন্তত ১৮ হতে হবে; সেচ্ছাসেবক হিসেবে সেবা দেওয়ার মৌলিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে; চীনা বা ইংরেজি ভাষার ক্ষমতা থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও বার্তায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ বলেন, সেচ্চাসেবকরা হচ্ছেন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে সেচ্ছাসেবকদের কাজ শীতকালীন খেলাধুলার প্রতি জনগণের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে। বেইজিং হচ্ছে বিশ্বের প্রথম "ডাবল অলিম্পিক নগর"। প্রতিটি মানুষকে অলিম্পিক গেমসের ইতিহাসে নতুন অধ্যায় লেখার এই যাত্রায় অংশ নিতে উৎসাহ দেন বাখ। তিনি বলেন, নির্বাচিত সেচ্ছাসেবকদের জন্য এটি হবে সাড়া জীবনের অভিজ্ঞতা।

বড় ভাই, একটি কথা আমার অনেক ভাল লাগে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা দিয়ে কেনা যায় না, তাই না? আজকাল অনেকে টাকা উপার্জনের জন্য প্রতিদিন দারুণ ব্যস্থতায় কাটান। জীবনের স্বপ্ন, চেতনা, উদ্দেশ্য, ইত্যাদি নিয়ে ভাববার যেন তাদের সময় নেই। সেচ্ছাসেবকদের কাজ থেকে কোনো অর্থ উপার্জিত হয় না। অথচ অসংখ্য তরুণ-তরুণী এই কাজ করতে চান। কেন করতে চান? কারণ, এটা হবে তাদের জীবনের অমূল্য অভিজ্ঞতা। এ ধরনের অভিজ্ঞতা টাকা থাকলেই অর্জন করা যায় না। আমি কয়েক দিন আগে বিশ্ব সামরিক গেমসে কিছু সেচ্ছাসেবকের সাক্ষাতকার নিয়েছি; তাদের গল্প, তাদের চেতনা আমাকে অনেক মুগ্ধ করেছে। তাদের চেতনা দ্বারা আমিও প্রভাবিত হয়েছি। সেচ্ছাসেবকদের কাজ ও খেলাধুলার চেতনা অসাধারণ এক শক্তি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040