চাং হাও চ্য
  2019-12-13 19:12:30  cri

চাং হাও চ্য, ১৯৬২ সালের ১২ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। তিনি চীনের সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের পপ সংগীত মহলের একজন কণ্ঠশিল্পী।

১৯৮৮ সালে চাং হাও চ্য তার প্রথম অ্যালবাম 'আমি ইচ্ছাকৃতভাবে করি নি' প্রকাশ করেন। এতে দশটি প্রেমের গান রয়েছে।

১৯৮৯ সালে চাং হাও চ্য-এর দ্বিতীয় ব্যক্তিগত অ্যালবাম 'আমি সতর্ক থাকি' প্রকাশিত হয়। এর মধ্যে 'আমি সতর্ক থাকি' গানটি হলো এই অ্যালবামের থিম সং।

১৯৯০ সালে তাঁর আরেকটি অ্যালবাম 'উত্তরের বাতাস নদী অতিক্রম করছে' প্রকাশিত হয়। এতে ১৩টি গান স্থান পায়। এই অ্যালবামের থিম সং 'উত্তর দিকের বাতাস'।

১৯৯১ সালে চাং হাও চ্য-এর চতুর্থ অ্যালবাম 'এই বিশ্বের ভালোবাসা' বাজারে আসে। ১৯৯৪ সালে তাঁর পঞ্চম অ্যালবাম 'betray-এর গান' এবং 'সাহায্যহীন' রিলিজ হয়। একই বছর। তাঁর নিজস্ব সংগীত স্টুডিও স্থাপিত হয় এবং তিনি নিজেই অ্যালবাম তৈরি শুরু করেন।

১৯৯৯ সালে চাং হাও চ্য-এর নিজের তৈরি অ্যালবাম 'তোমাকে মদ পান করাই' প্রকাশিত হয়। এতে আছে দশটি প্রেমের গান।

২০০২ সালের ২৮ ও ২৯ এপ্রিল, চাং হাও চ্য চীনের সংগীত মেধাস্বত্ব সমিতিসহ ১৮টি সংস্থা কর্তৃক আয়োজিত 'মেধাস্বত্ব রক্ষা-বিষয়ক সংগীতানুষ্ঠানে' অংশ নেন তিনি।

২০০৩ সালের ১২ থেকে ১৪ মার্চ, চাং হাও চ্য সুপার-শো নামে সংগীতানুষ্ঠান আয়োজন করেন। সে বছরের ২৭ ডিসেম্বর, চাং হাও চ্য কুয়াংতুং প্রদেশের ইয়াংচিয়াং শহরে 'চাং হাও চ্য-এর ইয়াংচিয়াং সংগীতানুষ্ঠান' আয়োজন করেন।

২০০৪ সালে চাং হাও চ্য-এর গান 'ভালো পুরুষ' প্রকাশিত হয়। ২০০৫ সালে চাং হাও চ্য 'ভালো পুরুষ' এবং 'প্রেমিকা' নামে দু'টি অ্যালবাম প্রকাশ করেন।

২০০৫ সালের ১৩ মার্চ, চাং হাও চ্য চীনের শাংহাই শহরে ব্যক্তিগত সংগীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৭ সাল থেকে চাং হাও চ্য টেলিভিশনের লাইভ শোতে অংশ নিতে শুরু করেন। সে বছরের এপ্রিল মাসে তিনি চ্যচিয়াং প্রদেশের 'এত মজা' নামের একটি অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের ৩১ অগাস্ট চাং হাও চ্য শানতুং প্রদেশে সংগীতানুষ্ঠান আয়োজন করেন।

২০১৩ সালের জানুয়ারি মাসে, চাং হাও চ্য চিয়াংসি প্রদেশের চিয়াংসি টেলিভিশনের 'মা এসেছে' নামে একটি অনুষ্ঠানে অংশ নেন।

২০১৫ সালের ১০ ডিসেম্বর, চাং হাও চ্যচীনের সি'আন শহরে সংগীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হাও চ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040