চীন ডেনমার্কের সাথে ব্যবহারিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক
  2019-12-12 18:28:09  cri
ডিসেম্বর ১২: সম্প্রতি বিদেশি গণমাধ্যমে বলা হয় যে, ডেনমার্কে চীনা রাষ্ট্রদূত ডেনমার্কের বিদেশের স্বায়ত্তশাসিত অঞ্চল-ফ্যারো দ্বীপপুঞ্জের হুয়াওয়ে ৫ জি সরঞ্জাম ব্যবহারকে "হুমকি" দিয়েছে, এ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ডেনিশ পক্ষটি চীনা পক্ষকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রাসঙ্গিক মিডিয়া রিপোর্টগুলি সম্পূর্ণ সত্য নয়। হুয়া ছুন ইং বলেন, চীন কার্যকর সহযোগিতা জোরদার করতে ডেনমার্কের সাথে কাজ করতে ইচ্ছুক।

হুয়া আরো বলেন, ডেনমার্কের বিদেশের ডোমিনিয়ন-ফ্যারো দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও গণমাধ্যমকে বলেছিলেন যে, তারা চীনের সাথে তাদের মতবিনিময়কালে কখনও হুমকি বা জবরদস্তি অনুভব করেন নি। চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি ভাল এবং গঠনমূলক সংলাপ ছিল। যদিও ফ্যারো ছোট, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের সাপেক্ষে থাকবে না এবং দ্বীপপুঞ্জের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে না।

হুয়া বলেন, বেইজিং সমতা ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় ধারাবাহিক ফলাফল অর্জনে চীন ও ডেনমার্কের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতা প্রচার করতে আগ্রহী। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040