২০২০ অর্থবর্ষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রতিনিধি পরিষদে গৃহীত
  2019-12-12 16:51:00  cri
ডিসেম্বর ১২: মার্কিন প্রতিনিধি পরিষদে গতকাল (বুধবার) ৩৭৭-৪৮ ভোটে ২০২০ আর্থিক বর্ষের প্রতিরক্ষা বিল গৃহীত হয়েছে।

বিলে ২০২০ অর্থবর্ষে যুক্তরাষ্ট্রের ৭৩৮ বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা ব্যয় করার অনুমোদন দেয়া হয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় ২.৮ শতাংশ বেশি। এর মধ্যে ৬৫৮.৪ বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা প্রকল্পের মৌলিক ব্যয়ে বরাদ্দ করা হবে, ৭১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশের সামরিক অভিযানে ব্যয় করা হবে।

এই বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৩.১ শতাংশ বাড়বে, যা ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি।

এরপর মার্কিন সিনেট এই বিল নীয়ে যাচাই এবং ভোট করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন টুইটারে বলেছেন, কংগ্রেসে বিলটি গৃহীত হওয়ার পর তিনি তাড়াতাড়ি বিলটিতে স্বাক্ষর করবেন।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040