মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার বিরোধিতা করে চীন
  2019-12-11 19:05:11  cri
ডিসেম্বর ১১: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি চীনের মানবাধিকারের অবস্থা নিয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তা গুরুতরভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। চীন তার দৃঢ় বিরোধিতা করে এবং অসন্তোষ প্রকাশ করে।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি দলের মুখপাত্র একথা বলেন।

তিনি বলেন, চীন সরকার বরাবরই জনগণকে কেন্দ্র করে উন্নয়নে মানবাধিকার বেগবান ও সুরক্ষা করে আসছে এবং চীনের রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ চীনের বৈশিষ্ট্যসম্পন্ন মানবাধিকারের পথে চলে এসেছে। ৯৬ লাখ বর্গকিলোমিটারের ভূমিতে কোনো যুদ্ধ নেই, কোনো গৃহহারা নেই, কোনো ভয় নেই। প্রায় ১৪০ কোটি জনগণ শান্তি, স্বাধীন ও সুখীন জীবনযাপন করে থাকেন। এটাই নিঃসন্দেহে সবচেয়ে মানবাধিকার প্রকল্প বলে মুখপাত্র জোর দিয়ে বলেন।

মুখপাত্র আরো বলেন, চীন সরকার আইন অনযায়ী নাগরিকদের ধর্মবিশ্বাসের স্বাধীনতা সুরক্ষা করে থাকে। এতে কোনো সমস্যা নেই। চীনের সিনচিয়াংয়ে সন্ত্রাসদমন ও চরমপন্থা দূর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ব্যবস্থার ফলে তিন বছরের মধ্যে সিনচিয়াংয়ে একটিও সন্ত্রাসী ঘটনা ঘটে নি বলে মুখপাত্র জোর দিয়ে বলেন।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040