ডাব্লিউটিও'র আপিল সংস্থা যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও সংরক্ষণবাদের আরেকটি শিকার: চীনা মুখপাত্র
  2019-12-11 18:30:50  cri
ডিসেম্বর ১১: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-র আপিল সংস্থা যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও সংরক্ষণবাদের আরেকটি শিকার হয়ে উঠেছে।

আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ কথা বলেন।

ডাব্লিউটিও প্রতিষ্ঠার পর এটিকে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় সবচেয়ে ভারী আঘাত হিসেবে আখ্যায়িত করে মুখপাত্র বলেন, বৈশ্বিক বাণিজ্যের শৃঙ্খলার জন্য আপিল সংস্থার অচলাবস্থায় পড়ে যাওয়ায় অসংশোধনীয় ক্ষয়ক্ষতি ও অনিশ্চিত ফলাফল বয়ে আনতে পারে। ডাব্লিউটিও'র প্রতিষ্ঠার ২৫ বছরের মধ্যে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মুখপাত্র বলেন, চীন খেয়াল করেছে যে, ১১৭টি সদস্য অবিলম্বে সংস্থার নতুন বিচারক নির্বাচন শুরু করার যে আহ্বান জানিয়েছে, এতে অধিকাংশ সদস্যের এই সংস্থা পুনরুদ্ধারের তুমুল রাজনৈতিক ইচ্ছা প্রতিফলিত হয়। চীন তাদের সঙ্গে আপিল সংস্থার সম্মুখীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক বলে মুখপাত্র জোর দিয়ে বলেন।

উল্লেখ্য, ডাব্লিউটিও'র নতুন বিচারক নির্বাচনে যুক্তরাষ্ট্রের বাধা সৃষ্টির কারণে দু'জন বিচারকের কার্যমেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার পর এই সংস্থার আপিল সংস্থা আজ (বুধবার) শাটডাউন করতে বাধ্য হয়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040