খেলাধুলার রাজনীতিকরণের বিরোধিতা করে চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়: রুশ সংবাদপত্র
  2019-12-11 16:39:07  cri
ডিসেম্বর ১১: রুশ সরকারি সংবাদপত্র "রাশিয়ান নিউজ"-এর গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক নিবন্ধে বলা হয় যে, অলিম্পিক গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে রাশিয়াকে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র থেকে ক্রীড়া ক্ষেত্রে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলির সম্প্রসারণ। চীন ও রাশিয়া ক্রীড়া ইস্যুতে রাজনীতিকরণের বিরোধিতা করে।

জানা গেছে, গতকাল ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি রাশিয়াকে আগামী চার বছরে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা হলো পশ্চিমা দেশগুলির রাশিয়াকে বিচ্ছিন্নকরণের আরেকটি প্রচেষ্টা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, রাশিয়া হলো আন্তর্জাতিক অলিম্পিক পরিবারের গুরুত্বপূর্ণ একটি সদস্য। তারা অলিম্পিকের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে। চীন সরকার সর্বদাই অ্যান্টি-ডোপিংয়ের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং ডোপিংয়ের ব্যবহারের ক্ষেত্রে 'জিরো টলারেন্স' মনোভাব গ্রহণ করেছে। একই সাথে, চীন ক্রীড়া ইভেন্টগুলির রাজনীতিকরণের বিরোধিতা করে, সমস্ত দেশ থেকে পরিচ্ছন্ন ক্রীড়াবিদদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক ক্রীড়াগুলির ন্যায্যতা, ন্যায়বিচার এবং পবিত্রতা রক্ষা করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ান ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেটদের বিষয়ে স্বতন্ত্র বিরোধী ডোপিং কমিশনের অবস্থান "পক্ষপাতদুষ্ট এবং রাজনীতিকৃত"। অনেক দেশের মতো রাশিয়াও সক্রিয়ভাবে ডোপিংয়ের বিরোধিতা করেছে, তবে কিছু কিছু দেশের ডোপিং বিরোধী কাজ করার ইচ্ছা বা ক্ষমতা নেই, এমনকি পৃথক দেশগুলি তাদের ক্রীড়াবিদদের উদ্দীপনা ব্যবহারের ছদ্মবেশ নিতে উদ্যোগ নেয়, কেবল নিষিদ্ধ ওষুধই ব্যবহার করে না, মূত্র পরীক্ষার নমুনা এবং পরীক্ষার ফলাফলগুলিতেও হেরফের করে থাকে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলি এদিকে অন্ধ দৃষ্টি দিয়েছে। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040