আন্তর্জাতিক মানবাধিকার কাজের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে চীন: লাতিন আমেরিকান পণ্ডিত
  2019-12-11 16:37:49  cri
ডিসেম্বর ১১: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে '২০১৯ দক্ষিণ-দক্ষিণ মানবাধিকার ফোরাম' ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য 'সভ্যতার বৈচিত্র্য ও বিশ্বের মানবাধিকার কাজের উন্নয়ন'। লাতিন আমেরিকান দেশগুলোর অংশগ্রহণকারী অতিথিরা ফোরামে বলেন, চীন বিশ্বের মানবাধিকার কাজের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে।

জেনেভায় জাতিসংঘে কিউবার স্থায়ী প্রতিনিধি দলের কাউন্সিলার লিসান্দ্রা অ্যাস্তিয়া সরান আরেস জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলির সংস্কার প্রচারে চীনের প্রচেষ্টার বিষয়ে উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেন।

তিনি বলেন, চীন জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলির পক্ষে সক্রিয়ভাবে কথা বলে এবং দারিদ্র্য বিমোচন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা প্রচার ও সমন্বিত উন্নয়নে উল্লেখযোগ্য ও কার্যকর অবদান রেখেছে। একতরফাবাদের উত্থানের সাথে সাথে জাতিসংঘ এবং জাতিসংঘের মানবাধিকার পরিষদ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হিসাবে কিউবা বিশ্বের মানবাধিকারের লক্ষ্য যৌথভাবে বিকাশের জন্য চীনের সাথে নিবিড়ভাবে কাজ করে।

দক্ষিণ-দক্ষিণ দেশগুলির মধ্যে মানবাধিকার সংলাপ এবং সহযোগিতা সম্পর্কে কথা বলার সময় পেরুর আন্তর্জাতিক আইন কমিশনের সদস্য সিজার রডরিগো রানদা আরজু বলেন, চীন বিদেশি বিনিময় এবং মানবাধিকারের সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক শ্রদ্ধা ও মতবিনিময়ের ভিত্তিতে গঠনমূলক মানবাধিকার সংলাপ এবং মানবাধিকার পরামর্শ গ্রহণে বদ্ধপরিকর। দক্ষিণ-দক্ষিণ মানবাধিকার ফোরাম আন্তর্জাতিক মানবাধিকার বিনিময় ও সহযোগিতার জন্য "বন্ধুত্বের বৃত্ত" প্রসারিত করেছে এবং মানবাধিকার ইস্যুতে চীন ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়িয়েছে। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040