চীন-ইসরাইল সহযোগিতা সম্বন্ধে যুক্তরাষ্ট্রের আবোল-তাবোল কথা বলার অধিকার নেই
  2019-12-11 15:40:57  cri
ডিসেম্বর ১১: সম্প্রতি চীন সরকারের মধ্য-প্রাচ্য সমস্যা বিষয়ক বিশেষ দূত চাই জুন প্রথমবারের মত ফিলিস্তিন ও ইসরাইল সফর করেছেন। গত সোমবার সন্ধ্যায় তেল আবিবে তিনি চীন ও ইসরাইলি তথ্য মাধ্যমের কাছে তাঁর এবারের সফরের বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন।

চাই জুন বলেন, ফিলিস্তিন ও ইসরাইল সমস্যায় চীনের অবস্থান খুব স্পষ্ট। ২০১৭ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত ফিলিস্তিন সমস্যা সম্পর্কিত চারটি প্রস্তাব মেনে চলবে চীন।

তিনি বলেন, এই চারটি প্রস্তাব হল: 'দুই রাষ্ট্রের' ভিত্তিতে রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধান করা। অভিন্ন, বহুমুখী, সহযোগিতা এবং টেকসই নিরাপত্তা চিন্তাধারায় অবিচল থাকা। আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টাকে সমন্বয় করা এবং উন্নয়নের মাধ্যমে শান্তি ত্বরান্বিত করা।

চাই জুন বলেন, ২০১৭ সালে চীন ও ইসরাইলের সৃজনশীল সার্বিক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের পর চীন ও ইসরাইলের সম্পর্কের সার্বিক উন্নয়ন হয়েছে। অবকাঠামো নির্মাণ এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে মধ্য-প্রাচ্যের করার অনেক কিছু আছে। চীন আশা করে, 'এক অঞ্চল, এক পথ'-এর আওতায় ইসরাইলের সঙ্গে সহযোগিতা জোরদার করবে। চীন ও ইসরাইলের সহযোগিতা হল দু'দেশের অভিন্ন আকঙ্ক্ষা এবং চাহিদা। তা দু'দেশ এবং দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করবে, যুক্তরাষ্ট্রের এই বিষয়ে আবোল-তাবোল কথা বলার কোনো অধিকার নেই।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040