তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সমান সুযোগ প্রদান করবে চীনের মূল-ভূভাগ
  2019-12-11 15:13:58  cri
ডিসেম্বর ১১: আজ (বুধবার) সকাল ১০টায় তাইওয়ান বিষয়ক চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যালয়ের উদ্যোগে 'তাইওয়ান প্রণালীর দু'তীরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময় বেগবান করার ধারাবাহিক ব্যবস্থা' নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধানত তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমান সুযোগ প্রদান করা প্রসঙ্গে প্রথম ১৩টি ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সম্মেলনে তাইওয়ান বিষয়ক রাষ্ট্রীয় পরিষদের কার্যালয়ের অর্থনীতি ব্যুরোর উপ-প্রধান ছেন বিন হুয়া বলেন, এই ১৩টি ব্যবস্থা ব্যাপকভাবে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও প্রত্যাশা পূরণ করেছে। তাদেরকে উন্নয়নের আরো বেশি সুযোগ দেওয়া এবং মূল-ভূভাগের উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়ন ও উচ্চ প্রযুক্তিগত সৃজনশীলতায় তাদের অংশগ্রহণকে বেগবান করার জন্য এ ১৩টি ব্যবস্থা প্রণয়ন করা হয়।

উল্লেখ্য, এ ১৩টি ব্যবস্থার মধ্যে রয়েছে তাইওয়ান শিল্পপ্রতিষ্ঠানের সমানভাবে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম গবেষণা ও সৃজনশীলতা, ৫-জি প্রযুক্তির গবেষণা, 'সার্কুলার ইকোনমি' এবং সিভিল এভিয়েশন নির্মাণে অংশ নিতে পারা প্রভৃতি। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040