ইসরাইলে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের জন্য বিল উত্থাপন করলো দুই প্রধান দল
  2019-12-11 13:46:54  cri
ডিসেম্বর ১১: পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের প্রস্তাবসম্বলিত একটি বিল পেশ করেছে ইসরাইলের দুই প্রধান রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বেনি গান্জ-এর ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। গতকাল (মঙ্গলবার) ইসরাইলের পার্লামেন্টে বিলটি পেশ করা হয়।

প্রস্তাবে নবনির্বাচিত ২২তম পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগামী ২ মার্চ নতুন নির্বাচন আয়োজনের সুপারিশ করা হয়েছে। ১১ ডিসেম্বর বিলটির ওপর ভোটাভুটি হবার কথা। পার্লামেন্টে প্রধান দুই দলের সদস্যসংখ্যা অর্ধেকের বেশি হওয়ায় বিলটি পাস হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এক বছরের মধ্যে ইসরাইলে তৃতীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগের দু'বারের নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং সরকার গঠনেও ব্যর্থ হয়। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040