আপিল বিভাগের কার্যক্রম বন্ধ হলে বিতর্ক নিরসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে: বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক
  2019-12-11 13:21:26  cri
ডিসেম্বর ১১: গতকাল (মঙ্গলবার) বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো বলেন, সংস্থার বিতর্ক নিরসনব্যবস্থার আপিল বিভাগের কার্যক্রম ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে সংস্থার বিতর্ক নিরসনব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে, এর মানে এই নয় যে, সদস্যদেশগুলোর মধ্যে বিতর্ক নিরসনের সব উপায় বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, বিতর্ক নিরসনব্যবস্থায় অচলাবস্থা দেখা দিলেও, সদস্যরা পারস্পরিক পরামর্শ বা বিশেষজ্ঞদের মাধ্যমে বিতর্ক নিরসন করতে পারবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যের 'হাই কোর্ট' হিসেবে 'চূড়ান্ত বিচারের অধিকার' আছে বিশ্ব বাণিজ্য সংস্থার বিতর্ক নিরসনব্যবস্থার আপিল বিভাগের। ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর থেকেই আপিল বিভাগে নতুন বিচারক নিয়োগে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে আপিল বিভাগে বিচারক কমতে কমতে এখন একজনে এসে ঠেকেছে। এ অবস্থায় আপিল বিভাগ অচল হয়ে পড়েছে। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040