সহজ চীনা ভাষা---' বৃদ্ধ তেল বিক্রেতা'
  2019-12-11 10:37:00  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'বৃদ্ধ তেল বিক্রেতা'। চীনা ভাষা হলো: 卖油翁। বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে চীনের প্রাচীন বিখ্যাত সাহিত্যিক ও ইয়াং সিয়ু রচিত একটি উপকথা। এতে খুব সহজ ও মজার একটি গল্পের মাধ্যমে লোকদের 'চর্চায় উত্কর্ষ আনার' বাস্তবতা তুলে ধরা হয়েছে।

গল্পটি এমন:

ছেন ইয়াও চি নামে একজন লোক ছিলো। সে ধনুর্বিদ্যা এত ভালো জানত যে, বিশ্বে অন্য কারও সঙ্গে তার তুলনা চলে না! এজন্য সে খুব অহংকারী ছিল। একদিন, সে একটি খোলা জায়গায় তীর ছোঁড়া চর্চা করছিল। এক বৃদ্ধ তেল বিক্রেতা তার চর্চা দেখছিল। ১০টি তীরের মধ্যে নয়টি লক্ষ্যবস্তুর কেন্দ্রে আঘাত হানে। এটা দেখে সেই বৃদ্ধ শুধু একটু মাথা নত করে।

ছেন ইয়াও চি বৃদ্ধ তেল বিক্রেতাকে জিজ্ঞেস করে, 'তুমি ধনুর্বিদ্যা জানো? আমার ধনুর্বিদ্যা খুবই চমত্কার তাই না?'

বৃদ্ধ তার জবাবে বলে, 'তোমার কোনো বিশেষ দক্ষতা নেই, এটা শুধু অসংখ্য চর্চার ফলাফল'।

এ কথা শুনে ছেন ইয়াও চি রেগে যায়। সে বলে 'তুমি কোন সাহসে আমার দক্ষতাকে তুচ্ছ করে দেখছো?'

বৃদ্ধ বলে, 'আমার তেল ঢালার অভিজ্ঞতা থেকে তা বলেছি।' এরপর সে নিজের তেলের বোতলের মুখে একটি মুদ্রা রাখে। মুদ্রার মাঝখানের ছোট গর্ত দিয়ে নিচের বোতলে তেল ঢালে। তারপর দেখা যায়, মুদ্রায় কোনো তেল লাগেনি! বৃদ্ধ তেল বিক্রেতা বলে, 'আমারও কোনো বিশেষ দক্ষতা নেই, শুধু অসংখ্য চর্চার কারণেই এটা সম্ভব হয়েছে।'

এটাই হলো 'চর্চায় উত্কর্ষ আনার' গল্প।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

熟能生巧 shú néng shéng qiǎo চর্চা উত্কর্ষ আনে

自大 zì dà অহংকারী 他是一个自大的人 tā shì yī gè zì dà de rén সে একজন অহংকারী মানুষ।

卖 mài বিক্রি করা 卖油 mài yóu তেল বিক্রি করা

买 mǎi কেনা

问 wèn জিজ্ঞেস করা

回答 huí dá উত্তর দেওয়া

区别 qū bié পার্থক্য 没有区别 méi yǒu qū bié কোনো পার্থক্য নেই

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040