'এটাই মূল রচনা' (১)
  2019-12-11 10:35:19  cri


অনেক জনপ্রিয় গায়ক অন্য লোক রচিত গান বা পুরানো ক্লাসিক গান গাওয়া এবং কোম্পানির প্রচারের মাধ্যমে জনপ্রিয় হয়েছে। বর্তমানের পপ সংগীত মহলে এমন গায়ক হচ্ছে প্রধান ধারা এবং তারা অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে, অন্য গায়ক আছে, তারা নিজে গান রচনা করে, নিজের রচিত গান গায়। তারা অনেকেই মানুষের কাছে পরিচিত হতে পারেনি। আর তার সংগীতও 'সংখ্যালঘুদের সংগীত' হিসেবে বিবেচিত হয়। এসব স্বরচিত গানের শিল্পীদের আরও বেশি সুযোগ দেওয়ার জন্য, চলতি বছর চীনের সংগীত অনুষ্ঠান 'এটাই মূল রচনা' তৈরি হয় এবং প্রচারের পর বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'এটাই মূল রচনা' গায়কদের কিছু সুন্দর গান শোনাবো।

অনুষ্ঠানের শুরুতেই একসঙ্গে 'এটাই মূল রচনার' থিম সং 'ছাং' বা 'রচনা' শুনবো। গানের গায়ক হচ্ছে 'নান চেং পেই চান', এটি চীনে একটি জনপ্রিয় ব্যান্ড এবং এই অনুষ্ঠানের বিচারক। এটি ব্যান্ডটিও নিজের রচিত উদ্দীপনামূলক গানের জন্য পরিচিত। অনুষ্ঠানের থিম সং হিসেবে এই গানে গায়ক গান রচনার প্রক্রিয়ায় কঠিনতা ও উত্সাহ দিয়েছেন।  গান ১

'এটাই মূল রচনা' অনুষ্ঠানটি যারা নিজে গান রচনা করে এবং গান গায়, তাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার প্রক্রিয়ায় বিভিন্ন শৈলী, বৈশিষ্ট্য, বিষয়ভিত্তিক সুন্দর গান দর্শকদের সামনে প্রদর্শিত হয়েছে। এসব গানের মধ্যে অনেক গান প্রথমবারের মতো মঞ্চে প্রদর্শিত হয়, এমনকি কিছু গান প্রতিযোগিতার সময়ই রচিত হয়েছে।  বন্ধুরা, প্রথমে আমরা শুনবো ইউয়ান ইয়ে সি'র গান 'ছায়াপথ'। তার নামের অর্থের মতো ইউয়ান ইয়ে সি রচিত অনেক গান প্রকৃতির সঙ্গে জড়িত, যেমন বিশাল ভূমি, নদী ও তারা ইত্যাদি। 'ছায়াপথ' গানটিতে মহান প্রকৃতি দেখে মনের শক্তি উত্সাহিত করার অবস্থা ফুটে ওঠে। আশা করি, গানটির শক্তিশালী সুর ও গায়কের আবেগপূর্ণ কণ্ঠে আপনিও এমন শক্তি অনুভব করতে পারবেন।  গান ২

এবারের গানে আমরা শুনবো চীনা বৈশিষ্ট্যময় একটি গান; নাম 'বিয়ের প্রতিশ্রুতি', গেয়েছেন চেং ইয়ুন লোং। গানে খুব কোমল সুরে দু'জন মানুষের মনোমুদ্ধকর প্রেমের গল্প বলা হয়। অনেক সময় প্রেম শুধু একটি প্রতিশ্রুতিও বটে। প্রিয় মানুষের জন্য তা বাস্তবায়নের চেষ্টা করতে হয়। বন্ধুরা, চলুন গানটি শুনি।  গান ৩

এবার আমরা শুনবো উদ্দীপনামূলক একটি গান, গানের নাম 'নিজেকে উত্সাহিত করে আলো দেখাবে', গেয়েছেন ছেন লি ও ইয়াং চোং কুও। গানে বলা হয়, মানুষ হয়তো অর্থ বা হিংসায় বিভ্রান্ত হয়ে কখনও কখনও নিজেকে হারিয়ে ফেলে। অতীত, বর্তমান বা ভবিষ্যতে আমাদের জীবনে সবসময় ভালো-মন্দ অবস্থা দেখা দেয়। তাই নিজেকে উত্সাহিত করতে ভুলবেন না। আর, নিজের অবস্থা মেনে নিতে শিখুন। সময়ের সঙ্গে সঙ্গে মন শান্ত হয়ে আসবে।  গান ৪

বন্ধুরা, এবার আমরা শুনবো শিল্পী থাং হান সিয়াও রচিত গান 'সব ভালো'। থাং হান সিয়াও একজন প্রযোজক হিসেবে দশ বছর ধরে কাজ করেছেন। তার রচিত গানগুলো মনোমুগ্ধকর আবেগের জন্য পরিচিত। 'সব ভালো' গানটি একই নামে জনপ্রিয় একটি টিভি নাটকের জন্য রচিত খুব মনোমুগ্ধকর একটি গান। গানে পরিবারের ছোটখাটো ব্যাপার এবং বাবা ও সন্তানের সংঘর্ষের কথা বলা হয়েছে। গানের একটি কথায় লেখা হয়, প্রতিটি ঘরে ঝগড়া হয়, আর জীবন যেন একটি ঠাট্টা। তবে যাই হোক-না-কেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

গান ৫

এবার আমরা শুনবো থাং হান সিয়াওয়ের আরেকটি সুন্দর গান, গানের নাম 'মো রি ফেই ছুয়ান'। গানটি হচ্ছে একটি চমত্কার কল্পনা: যদি ধ্বংসের দিন এসে আমার স্পেসশিপ মহাশূন্যে নিয়ে যায়, তাহলে কী ঘটবে? অনুষ্ঠানে তিনি জনপ্রিয় গায়ক চৌ শেনের সঙ্গে গান গেয়েছেন। আর চৌ শেনের পরিষ্কার কণ্ঠ বিশেষ সৌন্দর্য তৈরি করে। বন্ধুরা, এখন গানটি শুনি।

গান ৬

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী তেং চিয়ান ছাওয়ের গান 'ঠিক আছে, শুভ রাত্রি' শুনবো। গানটি প্রকাশ হতে-না-হতেই অনুষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040