যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার ব্রতের বাধা সৃষ্টিকারীতে পরিণত হচ্ছে:সিআরআই সম্পাদকীয়
  2019-12-10 19:22:57  cri
ডিসেম্বর ১০: আজ (মঙ্গলবার) বিশ্ব মানবাধিকার দিবস। সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অভিবাসী শিশুকে আটকে রাখাসহ বিভিন্ন গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘনের সমস্যা রয়েছে। তা হল যুক্তরাষ্ট্রের মানবাধিকার অবনতি হওয়ার সর্বশেষ প্রমাণ।

যদিও যুক্তরাষ্ট্র সবসময় বলে যে সবাই সমান। তবে যুক্তরাষ্ট্রে জাতীয় বৈষম্য খুব বেশি দেখা যায়। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে 'উইগুর মানবাধিকার নীতি বিল ২০১৯' গৃহীত হয়েছে। এতে চীনের চরমপন্থাবাদ এবং সন্ত্রাসবাদ রোধের চেষ্টাকে বিকৃত করা হয়েছে এবং চীনের সিনচিয়াং নীতির বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ করা হয়েছে। তবে এমন মিথ্যাচার কেউই বিশ্বাস করে না।

মানবাধিকার রক্ষা এবং ত্বরান্বিত করা হল মানবজাতির অভিন্ন আকাঙ্ক্ষা। যুক্তরাষ্ট্র 'দ্বৈতনীতি' প্রয়োগ করে মানবাধিকার সমস্যাকে রাজনীতিকরণ করছে এবং এর মাধ্যমে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। দেশটি এখন আন্তর্জাতিক মানবাধিকার ব্রতের বাধা সৃষ্টিকারীতে পরিণত হয়েছে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040