খেলাধুলার ইভেন্ট নিয়ে "রাজনীতি করার" বিরোধিতা করে চীন
  2019-12-10 18:31:40  cri
ডিসেম্বর ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন খেলাধুলার ইভেন্ট নিয়ে "রাজনীতি করার" বিরোধিতা করে।

জানা গেছে, গতকাল ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি রাশিয়াকে আগামী চার বছরে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ধারাবাহিকভাবে তাদের মতামত জানিয়েছেন যে, সাম্প্রতিক বছরগুলিতে প্রাসঙ্গিক সংস্থাগুলি বারবার রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা হলো পশ্চিমা দেশগুলির রাশিয়াকে বিচ্ছিন্নকরণের আরেকটি প্রচেষ্টা।

হুয়া বলেন, রাশিয়া হলো আন্তর্জাতিক অলিম্পিক পরিবারের গুরুত্বপূর্ণ একটি সদস্য। তারা অলিম্পিকের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে। চীন সরকার সর্বদাই অ্যান্টি-ডোপিংয়ের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং ডোপিংয়ের ব্যবহারের ক্ষেত্রে 'জিরো টলারেন্স' মনোভাব গ্রহণ করেছে। একই সাথে, আমরা ক্রীড়া ইভেন্টগুলির রাজনীতিকরণের বিরোধিতা করি, সমস্ত দেশ থেকে পরিচ্ছন্ন ক্রীড়াবিদদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক ক্রীড়াগুলির ন্যায্যতা, ন্যায়বিচার এবং পবিত্রতা রক্ষা করি। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040