যুক্তরাষ্ট্রের উচিত দেশের বিবেকবান কন্ঠ শোনা:চীনা মুখপাত্র
  2019-12-10 18:18:36  cri
ডিসেম্বর ১০: চীন আশা করে যুক্তরাষ্ট্র সমাজের বিভিন্ন মহলের বিজ্ঞব্যক্তির বিবেকবান কন্ঠ শুনবে, স্নায়ুযুদ্ধের চিন্তাধারাকে ছেড়ে দেবে এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করার জন্য যৌথ চেষ্টা চালাবে।

আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু পণ্ডিত বিভিন্ন অনুষ্ঠানে চীনের উন্নয়নের কথা উল্লেখ করেন এবং চীনের বিরুদ্ধে ট্রাম্প সরকারের নীতির সমালোচনা করেন। মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, আমরা বার বার উল্লেখ করেছি, চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ বেশি, সহযোগিতার সুযোগও বেশি, সহযোগিতা সংঘর্ষের চেয়ে ভালো, সংলাপ বৈরিতার চেয়ে ভালো। চীন আশা করে চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল বিনিময় ও যোগাযোগ জোরদার করবে, পারস্পরিক উপলব্ধি সম্প্রসারণ করবে, ভুল বোঝাবুঝি কমিয়ে দেবে। চীন আশা করে যুক্তরাষ্ট্র দেশের বিভিন্ন মহলের বিজ্ঞব্যক্তির বিবেকবান কন্ঠ শুনবে, স্নায়ুযুদ্ধের চিন্তাধারাকে ছেড়ে দেবে এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করার জন্য যৌথ চেষ্টা চালাবে। তা দু'দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন আকাঙ্ক্ষা।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040