সিনচিয়াং-সম্পর্কিত ইস্যুতে কাজাখস্তানের ন্যায্য বক্তব্যের প্রশংসা চীনের
  2019-12-10 18:17:43  cri
ডিসেম্বর ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সিনচিয়াং-সম্পর্কিত ইস্যুতে বিষয়গত ও ন্যায্য বক্তব্যের জন্য কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত টোকায়েভের প্রশংসা করে চীন। প্রেসিডেন্ট টোকায়েভের বক্তব্য পৃথক দেশের মিথ্যা বক্তব্যকে তীব্রভাবে খণ্ডন করেছে।

হুয়া আরো বলেন, আমরা প্রেসিডেন্ট টোকায়েভের বিষয়গত এবং ন্যায্য বিবৃতিটির অত্যন্ত প্রশংসা করি। চীন ও কাজাখস্তান বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং স্থায়ী ব্যাপক কৌশলগত অংশীদার। প্রেসিডেন্ট টোকায়েভ চলতি বছরের সেপ্টেম্বর মাসে চীনে ফলপ্রসূ সফর করেন। দু'নেতা জানান যে তাঁরা উভয়কে সমর্থন করবেন, 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ সহযোগিতা গভীর করবেন। প্রেসিডেন্ট টোকায়েভ সিনচিয়াং ইস্যু নিয়ে যে মন্তব্য করেছেন, তা কেবলমাত্র দু'দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং উচ্চ-স্তরের পারস্পরিক বিশ্বাসকে-ই প্রতিফলিত করে না, পাশাপাশি তা পৃথক দেশগুলির মিথ্যা কথারও দৃঢ়ভাবে খণ্ডন করে। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040