নভেম্বরে চীনের সিপিআই ৪.৫ শতাংশ বেড়েছে
  2019-12-10 17:55:37  cri
ডিসেম্বর ১০: চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (মঙ্গলবার) প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, নভেম্বর মাসে, সিপিআই অর্থাত্ দেশের নাগরিকের ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। পিপিআই অর্থাত্ শিল্প উত্পাদনকারীর দামের সূচক আগের মাসের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বল্প সময়ের দিক থেকে, মাংসের দামের প্রভাবে সিপিআইর পরিবর্তন বড় হবে, দীর্ঘসময়ের দিক থেকে বলতে গেলে, চলতি বছর দেশের সিপিআই'র স্থিতিশীল প্রবণতার পরিবর্তন ঘটবে না।

পরিসংখ্যান থেকে জানা গেছে, নভেম্বর মাসে, দেশের সিপিআই ৪.৫ শতাংশ বেড়েছে, এর মধ্যে খাদ্যের দাম ১৯.১ শতাংশ বেড়েছে। ভোগ্যপণ্যের দাম ৬.৫ শতাংশ বেড়েছে। সেবার দাম ১.২ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশের সিপিআই গত বছরের একই সময়ের তুলনায় ২.৮ শতাংশ বেড়েছে।

চীনের রাষ্ট্রীয় পরিষদের উপদেষ্টা কার্যালয়ের বিশেষ গবেষক ইয়াং জিং ইউয়ান জানান, সম্প্রতি ভোগ্যপণ্যের দামের বৃদ্ধি, বিশেষ করে মাংস ও ডিমের দামের বৃদ্ধির কারণে, নভেম্বর, ডিসেম্বর, এবং আগামী বছরের শুরুর দিকে, দেশের সিপিআই-এর বৃদ্ধি বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040