চীনের অর্থনীতি উন্নয়নে 'স্থিতিশীলতা' বজায় রাখতেই হবে
  2019-12-10 14:48:20  cri
ডিসেম্বর ১০: সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলনে সার্বিকভাবে ছয়টি স্থিতিশীল কাজ ভালোভাবে করার প্রস্তাব উত্থাপন করা হয়, যাতে আগামী বছর চীনের অর্থনীতির উন্নয়নের প্রবণতায় রোডম্যাপ প্রণয়ন করা যায়।

সম্মেলনে বিশেষ করে বলা হয়, সার্বিকভাবে কর্মসংস্থান, অর্থ, বিদেশি বাণিজ্য, বিদেশি পুঁজি, পুঁজি বিনিয়োগ ও প্রত্যাশিত লক্ষ্য ভালোভাবে স্থিতিশীল করে তোলা অর্থনীতির যুক্তিযুক্ত আওতায় চলাচল, সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা এবং ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।

বর্তমানে একদিকে বিশ্বে একতরফাবাদ ও সংরক্ষণবাদ প্রচলিত হচ্ছে, অন্যদিকে উচ্চ গুণগতমানসম্পন্ন উন্নয়নশীল চীনের অর্থনীতি পরিবর্তনশীল সুবিন্যস্তের গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। তাই স্পষ্টভাবে দেশি-বিদেশি ঝুঁকি ও চ্যালেঞ্জ বেড়ে যাওয়ার জটিল প্রেক্ষাপটে শুধুমাত্র 'স্থিতিশীলতা' বজায় রাখতে পারলেই নানা অনিশ্চিত উপাদান মোকাবিলা সম্ভব হবে বলে সম্মেলনে মনে করা হয়।

স্থিতিশীলতা বজায় রাখলেই অর্থনীতির উন্নয়নে নানা প্রতিবন্ধকতা সমাধান করা যাবে বলে সম্মেলনে উল্লেখ করা হয়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040