হংকংয়ের মিউজিয়াম অফ আর্ট ৩০ নভেম্বর একটি বিবিধ আর্ট ওয়ার্ল্ড প্রদর্শনের জন্য ফের চালু হয়েছে
  2019-12-10 14:06:52  cri
বড়সড় মেরামত ও সম্প্রসারণের পর হংকংয়ের মিউজিয়াম অফ আর্ট ৩০ নভেম্বর আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় এগারোটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় হংকংয়ের মিউজিয়াম অফ আর্ট। হংকংয়ের প্রথম পাবলিক আর্ট জাদুঘরে ১৭ হাজারেরও বেশি শিল্পের কোষাগার রয়েছে। হংকংয়ের আধুনিক ও হংকং শিল্পকর্মের আয়োজক হংকং জাদুঘরের পরিচালক তাং মিন লিয়াং বলেন, আপনি সেই প্রদর্শনী হলটি দেখবেন বাস্তবে। আপনি রাস্তা দিয়ে যেভাবে এসেছেন, আপনি হংকং শহরে হেঁটেছেন। আপনি দেখতে পাবেন, অনেকগুলি ভিন্ন ভিন্ন জিনিস এক সঙ্গে উপরে ও নিচে, ডানে ও বামে সমান তালে এগিয়ে চলেছে। তবে, এই বিষয়টি যখন একসাথে করা হয়, তখন এটি ভিন্ন স্বাদ তৈরি করে। এই সামগ্রিক শৈলী থেকে হংকংয়ের চরিত্র বোঝা যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040