ফরাসি নীল উপকূলে "নাইট বে অব লাইটস" লণ্ঠন উত্সব শুরু
  2019-12-10 18:30:30  cri
২৯ নভেম্বর সন্ধ্যায় ফ্রান্সের নিস মেয়র ক্রিশ্চিয়ান এস্টেরোসি এবং চীন ও ফ্রান্সের একদল শিশু একসাথে লণ্ঠন উত্সব উদ্বোধন করে। ৫৫০টি চাইনিজ লণ্ঠন তাত্ক্ষণিকভাবে ফরাসি শহর নিসের ফিনিক্স পার্ক আলোকিত করে। "নাইট বে অব লাইটস" লণ্ঠন উত্সব শুরু হয়। এটি ফ্রান্সের নীল উপকূলে অনুষ্ঠিত চীনের বৃহত আকারের প্রথম ঐতিহ্যবাহী লণ্ঠন উত্সব।

নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্টেরোসি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ফ্রান্সের নিস ও চীনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। নিসের নগর সরকার চীনের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়র ক্রিশ্চিয়ান বলেন, আলোকসজ্জার এই চমকপ্রদ উত্সবে আসুন আমরা সবাই চীনের বিশাল ইতিহাসের প্রশংসা করি। এই লণ্ঠনগুলি ভাবাবেগের প্রতীকে পরিণত হয়েছে। যা আমাদের চীনের পারিবারিক সম্পর্ক, পারিবারিক ধারণা, ব্যক্তি ও অন্যের মধ্যে সম্পর্ক, সমাজে শিশুদের অবস্থান ইত্যাদি বুঝতে সাহায্য করে। এসব লণ্ঠনগুলো এসেছে চীনের লণ্ঠন উত্সবের আদি শহর সিচুয়ানের জিগং থেকে। জানা গেছে, স্থানীয় লোকেরা যতটা সম্ভব ঐতিহ্যবাহী চীনা ল্যান্টন ফেস্টিভালের পরিবেশ তুলে ধরতে জিগংয়ের দক্ষ কারিগররা ৬ মাস ধরে লণ্ঠনগুলো তৈরি করেন। পরে এটি ফিনিক্স পার্কে ৪০ দিনের জন্য স্থাপন করা হয়। পুরো লণ্ঠন উত্সব ৭০ হাজার বর্গমিটার সিল্কের কাপড় দিয়ে সাজানো হয়, ৪০ টন ধাতব উপকরণ এবং ১২ হাজার আলোক-নির্গত ডায়োড, বৈদ্যুতিক তার একটির সঙ্গে অন্যটি সংযুক্ত হয়ে এর দৈর্ঘ্য ২২ কিলোমিটারে পৌঁছায়।

ফিনিক্স পার্কের স্টাফ সদস্য হিসেবে, মেরি-লিনা এই লণ্ঠনগুলি তৈরির প্রক্রিয়া স্বচক্ষে দেখেন। তিনি বলেন, লণ্ঠন তৈরির জন্য সিল্কের এই কাপড়গুলি চীন থেকে এসেছে, এগুলি সত্যই সুন্দর ও অতুলনীয়! আমি লণ্ঠন তৈরির সঙ্গে জড়িত সব কর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই! তারা দক্ষ, নিবেদিত এবং লণ্ঠন উত্সবের জন্য নিখুঁতভাবে অনেক চেষ্টা করেছেন।

এবার লণ্ঠন উত্সবের অন্যতম আয়োজক এডিআরের প্রধান নির্বাহী এন্টোইন বলেন, ফ্রান্সের নীল উপকূলে একটি ঐতিহ্যবাহী চীনা লণ্ঠন উত্সবের কথা অনেক দিন ধরে ভাবছিলাম। তিনি ফরাসি দর্শকদের কাছে এমন একটি ঐতিহ্যবাহী চীনা লণ্ঠন উত্সব আয়োজনে অনেক গর্বিত। এন্টোইন বলেন, আমি বহুবার চীনে গিয়েছি এবং লণ্ঠনের সৌন্দর্য আমার উপর গভীর ছাপ ফেলেছিল। আমি এটি দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়িছিলাম। বলা যেতে পারে, 'প্রথম দর্শনে প্রেম'। সে সময় আমি আশা করতাম, যেই ব্লু কোস্ট অঞ্চলে বহু বছর ধরে বাস করেছি, সেখানে এই লণ্ঠন উত্সব আয়োজন করা হবে। আমি আশা করি, এবার দর্শকদের সামনে আমি একটি মনোরম ও কাব্যিক লণ্ঠন উত্সব উপস্থাপন করতে পারবো। আয়োজক সূত্র জানিয়েছে, তিন মাসের লণ্ঠন উত্সব ফরাসি ক্রিসমাস ও নববর্ষের ছুটি এবং ঐতিহ্যবাহী চীনা নববর্ষ ও লণ্ঠন উত্সব ২০২০ সালের ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আশা করা যায়, ৩ লাখ পর্যটক হাজির হবে অনুষ্ঠানে।

ফ্রান্সের ব্লু কোস্টের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্রেঞ্চ ডিন হুয়াং জিয়াওমিন বলেন, চীনের ঐতিহ্যবাহী লণ্ঠন উত্সব ফরাসি জনগণকে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও রীতিনীতি বোঝার ও অভিজ্ঞতা অর্জনের এক বিরল সুযোগ দিয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040