নারীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জন গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-12-09 18:33:03  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ একটা অবস্থানে পৌঁছেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সোমবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সব কথা বলে তিনি। বেগম রোকেয়া নারীর অধিকার প্রতিষ্ঠায় যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের সারথী হয়ে দেশ এগিয়ে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী। নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ শামসুন নাহার, নুরুন্নাহার ফয়জুন্নেসা (মরনোত্তর), পাপড়ি বসু ও বেগম আক্তার জাহানকে বেগম রোকেয়া পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040