পাবলিক বিশ্ববিদ্যালয়কে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাবেন না : রাষ্ট্রপতি
  2019-12-09 18:32:31  cri
পাবলিক বিশ্ববিদ্যালয়কে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত না করতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাষ্ট্রপতি বলেন, নগদ প্রাপ্তির লোভে অনেক শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়কে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ইভনিং কোর্স, ডিপ্লোমা কোর্স ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়ার ব্যাপারে তারা আগ্রহী। যার ফলে পাবলিক বিশ্ববিদ্যালয় দিনে সরকারি আর রাতে বেসরাকারি রূপ ধারন করেছে। এটি মোটেই কাম্য নয় বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রপতি। বলেন, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার দায়িত্ব উপাচার্য ও সকল শিক্ষকের।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040