যুক্তরাষ্ট্রকে সর্বত্র শত্রু সন্ধান না করার পরামর্শ চীনের
  2019-12-09 18:25:21  cri
ডিসেম্বর ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলে এবং একটি প্রতিরক্ষামূলক জাতীয় নীতি অনুসরণ করে। যুক্তরাষ্ট্রকে সর্বত্র শত্রু সন্ধান বা শত্রু সৃষ্টি না করার পরামর্শ দেয় বেইজিং।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, মধ্য-প্রাচ্যে নিরাপত্তা হুমকি বৃদ্ধি পেলেও তিনি চীন ও রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মার্কিন সেনাবাহিনীর মনোযোগ স্থানান্তর করার পরিকল্পনা করছেন। এ নিয়ে হুয়া ছুন ইং বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে শত শত সামরিক ঘাঁটি রয়েছে এবং যুক্তরাষ্ট্র ২৪০ বছরের ইতিহাসে শুধু ১৬ বছর যুদ্ধ করে নি। যুক্তরাষ্ট্রের কারণে ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং ভেনিজুয়েলাসহ অনেক দেশের লোকজন দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে।

হুয়া বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলে এবং একটি প্রতিরক্ষামূলক জাতীয় নীতি অনুসরণ করে। চীন বড় এবং ছোট দেশের মধ্যে সমতার পক্ষে, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনও হস্তক্ষেপ করে না। চীন যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছে যে তারা সেকেলে শীতল যুদ্ধের শূন্য-সমালোচনা ত্যাগ করবে এবং সর্বত্র শত্রু সন্ধান এবং শত্রু সৃষ্টি করবে না। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040