যুক্তরাষ্ট্রের সিনচিয়াং সম্পর্কিত বিলের নিন্দা জানালেন সিনচিয়াংয়ের বিভিন্ন মহলের জনগণ
  2019-12-09 18:24:29  cri
ডিসেম্বর ৯: মার্কিন প্রতিনিধি পরিষদে 'উইগুর মানবাধিকার নীতি বিল-২০১৯' গৃহীত হওয়ায় চীনের সিনচিয়াংয়ের বিভিন্ন জাতি ও বিভিন্ন মহলের জনগণ এই বিলের তীব্র নিন্দা ও বিরোধিতা করেছেন।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মহিলা ফেডারেশনের উপ-সম্পাদক এবং চেয়ারম্যান আইনুল মাইহেশাইতি বলেন, সিনচিয়াংয়ের সকল নৃগোষ্ঠীর লোকজন ভাল করেই জানেন যে, চীনের কমিউনিস্ট পার্টি ব্যতীত সিনচিয়াংয়ের কোনো সাদৃশ্য ও স্থিতিশীলতা থাকবে না এবং আমাদের সুখী জীবন হবে না! ধারাবাহিক স্থিতিশীল পদক্ষেপ মানুষের মন জয় করেছে। আমরা কখনোই বাইরের কোনো শক্তিকে সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ করতে দেবো না!

পিশান কাউন্টি অডিট ব্যুরোতে কাজ করছে গুলিকিরে এরেটি। পলাতকদের অনুসন্ধানের সময় তার বাবা একটি আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। এরেটি বলেন, আমাদের জীবন নিয়ে সমালোচনা করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। সিনচিয়াং এখন একটি সুন্দর ও স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। আমার বাবার মতো অনেক বীরের জীবনের বিনিময়ে সিনচিয়াংয়ে স্থিতিশীলতা এসেছে। আমি কাউকেই আমাদের সুন্দর সিনচিয়াংকে কলঙ্কিত করতে দেবো না। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040