দ্বিতীয় হাই নান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সমাপ্ত
  2019-12-09 13:31:50  cri

ডিসেম্বর ৯: চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র ব্যুরোর নির্দেশে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের হাই নান প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় হাই নান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব গতকাল (রোববার) হাই নান প্রদেশের সান ইয়া শহরে সমাপ্ত হয়েছে।

আট দিনব্যাপী চলচ্চিত্র উত্সবে ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৪৯৫টি চলচ্চিত্র প্রথমবারের মত স্থাপিত 'গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডস'-এর দশটি ক্যাটাগরির প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। চীনের চলচ্চিত্র 'ব্যালুন' শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে। চীনা চলচ্চিত্র পরিচালক ওয়াং লি নান শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার লাভ করেন। ফরাসি অভিনেতা সামি বোয়াজিলা এবং জাপানি অভিনেতা রিয়ুহেই মাতসুদা শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জিতে নেন। চীনের তিব্বতি জাতির অভিনেত্রী সোনাম ওয়াংমো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

সিএমজি'র তৈরি একটি ৪কে আল্ট্রা এইচডি তথ্যচিত্র 'যখন চীন বিশ্বজুড়ে: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করছে' সাংগঠনিক কমিটির বিশেষ পুরস্কার অর্জন করে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040