রোববারের আলাপন-191208
  2019-12-08 17:02:53  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

বন্ধুরা, চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ-এর উদ্যোগে দ্বিতীয় 'রেশমপথ কাপ' ব্যাডমিন্টন বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ঢাকায় সম্প্রতি সমাপ্ত হয়েছে। এদিকে, ২৯ নভেম্বর সকালে, বাংলাদেশে প্রবাসী চীনা সমিতির উদ্যোগে দ্বিতীয় 'চায়না ইয়ুথ কাপ' বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান থেকে ১২টি দলের খেলোয়াড় বাংলাদেশের রাজধানী ঢাকার বাস্কেটবল মাঠে প্রতিযোগিতা করে। বাংলাদেশের রেফারি ও দর্শকেরা বাংলাদেশে প্রবাসী চীনাদের জীবনীশক্তি ও স্পিরিট উপলব্ধি করতে পারেন। বন্ধুরা, এখন আমরা একসাথে শুনবো বাংলাদেশে নিযুক্ত চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সাংবাদিক আনন্দীর প্রতিবেদন।

টুটুল:দ্বিতীয় 'চায়না ইয়ুথ কাপ' বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিং জানান, 'চায়না ইয়ুথ কাপ' এ নাম আসলে অনেক আকর্ষণীয়। তা হচ্ছে বাংলাদেশে বসবাসকারী চীনা তরুণ-তরুণীদের প্রতিযোগিতা। তিনি বলেন,

আকাশ: চেয়ারম্যান মাও বলেছেন, তোমারা তরুণ-তরুণী অনেক সবুজ এবং সতেজ। সকালের ৮টা, ৯টার সময়ের সূর্যের মতই। আমাদের আশাবাদ তোমাদের উপর। আমি আশা করি, তোমরা বাংলাদেশে কেবল খেলার মাঠে নয়, সাধারণ জীবন ও কাজের সময়ও চীনাদের সুষ্ঠু স্পিরিট দেখাবে।

সাম্প্রতিক বছরে চীন ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক একটানা সুষ্ঠুভাবে উন্নয়ন ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ গভীরভাবে এগিয়ে নেয়ার প্রেক্ষাপটে, অধিক থেকে অধিকতর চীনা বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে প্রবেশ করে আসছে। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের বাণিজ্য কার্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত, বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের পরিমাণ এক হাজারেরও বেশি। এসব শিল্পপ্রতিষ্ঠানে কর্মরতদের পরিমাণ প্রায় ১৫ হাজার জন। বাংলাদেশে প্রবাসী চীনা সমিতির পরিসংখ্যানে জানা গেছে, বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য দেড় লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

বাংলাদেশে চীনাদের সংখ্যা দিন দিন বাড়ছে। সবাই মনে করে অবসর সময়ে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ। চীনা দূতাবাসের সমর্থনে এ বছর চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ও বাংলাদেশে প্রবাসী চীনা সমিতি যথাক্রমে অনেক সাংস্কৃতিক ও খেলাধুলার কার্যক্রম আয়োজন করে।

২৩ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবাসী চীনা সমিতি প্রথমবার বাংলাদেশে 'স্ট্রেইট কাপ' গল্ফ বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করে এবং চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ও তাইওয়ান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ-কে এ প্রতিযোগিতার সাংগঠনিক কার্যক্রমে যোগ দিতে আমন্ত্রণ জানায়। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে দেশের মূলভূখণ্ড, হংকং, তাইওয়ান স্বদেশীদের যোগাযোগ ও বন্ধুত্ব জোরদার করা এবং বাংলাদেশে অবস্থান করা চীনাদের জীবনকে আরো রঙিন ও আনন্দময় করে তোলা।

১৫ নভেম্বর বাংলাদেশে প্রবাসী চীনা সমিতির তরুণ কমিটি তৃতীয় 'চায়না ইয়ুথ কাপ' ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে। ১৫ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ তৃতীয় 'রেশমপথ কাপ' ব্যাডমিন্টন বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করে। ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রবাসী চীনা সমিতি তৃতীয় 'চায়না ইয়ুথ কাপ' বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজন করে।

খেলাধুলা আসলে মানুষের ঐক্য জোরদার করতে পারে এবং স্পিরিটও দেখাতে পারে। বাংলাদেশে প্রবাসী চীনারা যখন খেলার মাঠে প্রতিযোগিতা করেন, তখন তাদের মধ্যে যোগাযোগ, বিনিময় ও বন্ধুত্বও জোরদার হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর লিউ চেন হুয়া মনে করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঐক্য জোরদার করা হয় এবং তাদের স্পিরিট অর্থাত্ চেতনাও প্রতিফলিত হয়। তিনি বলেন, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, প্রকল্প খাতে চীনা শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে চীন ও বাংলাদেশের অগ্রগামী মিশন বহনকারীতে পরিণত হয়েছে। বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের মিলিত প্রচেষ্টায়, চীন ও বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতার প্রবণতা সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। দু'দেশের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক ঘনিষ্ঠ বিনিময় ইতোমধ্যে চীন ও বাংলাদেশের বাণিজ্য সহযোগিতার একটি বৈশিষ্ট্যতে পরিণত হয়েছে।

বাংলাদেশে চীনাদের বিভিন্ন সংস্থা নিজ নিজ প্ল্যাটফর্মের সুযোগ ও বৈশিষ্ট্য কাজে লাগিয়ে রঙিন সাংস্কৃতিক ও খেলাধুলার কার্যক্রম আয়োজন করছে। তাতে বিদেশে প্রবাসী চীনাদের জন্য একটি সুন্দর ও আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি স্থানীয় জনগণও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নির্মাণকারীদের জীবনীশক্তিও উপলব্ধি করতে পারে। চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ-এর প্রধান লিন ওয়েই ছিয়াং জানান,

আকাশ: চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ভবিষ্যতে আরো কার্যক্রম আয়োজন করবে, যাতে বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের কর্মরতদের জীবনকে আরো সমৃদ্ধ করা যায়। এর পাশাপাশি আরো সুষ্ঠুভাবে প্রবাসী চীনা ব্যবসায়ীদের স্পিরিটও প্রতিফলিত হবে। চায়না চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ-এর উত্স হচ্ছে চীনা শিল্পপ্রতিষ্ঠান এবং তা চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য অবশ্যই সেবা প্রদান করবে।

তৃতীয় 'চায়না ইয়ুথ কাপ' বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশে প্রবাসী চীনা সমিতির প্রধান লিও চুয়াং বলেন,

আকাশ: আমরা আশা করি আমাদের প্রচেষ্টায় ঢাকায় বসবাসকারী স্বদেশীদের ঐক্য জোরদার হবে। কাজকর্ম ছাড়াও, সুন্দর জীবনও উপভোগ করতে পারবে। আমরা স্বদেশীদের সেবা করতে পেরে অত‍্যন্ত খুশি। আরো বেশি স্বদেশীদের সুন্দর ও স্বাস্থ্যকর কার্যক্রমে অংশ নিতে স্বাগত জানাই। পরবর্তী কার্যক্রম আরো বিস্ময়কর হবে, তখন বাংলাদেশের উপাদান যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

খেলাধুলা হচ্ছে সবচেয়ে ভাল সেতু। প্রবাসী চীনারা মাঠে প্রতিযোগিতা করে, মাঠের বাইরে হাতে হাত ধরে একসাথে এগিয়ে যায়, বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের সুষ্ঠু স্পিরিট ও ভাবমূর্তি প্রদর্শন করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040