সিনচিয়াংয়ে সার্বিকভাবে স্থানান্তরের মাধ্যমে দারিদ্র বিমোচনের কর্তব্য সম্পন্ন
  2019-12-08 16:17:00  cri

ডিসেম্বর ৮: শীতকাল শুরুর আগে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের শেষ দফা দরিদ্র কৃষক ও পশুপালক মালভূমি, গভীর পাহাড় এবং মরুভূমি থেকে মরূদ্যানে, সমতল ভূমিতে এবং দেশ ও আঞ্চলিক সরকারের ভর্তুকিতে নির্মিত নিরাপদ বাড়িঘরে স্থানান্তরিত হয়েছেন।

জানা গেছে, এর মাধ্যমে সিনচিয়াং-এ সার্বিকভাবে 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা'র স্থানান্তরের মাধ্যমে দারিদ্র বিমোচনের কর্তব্য সম্পন্ন করেছে। এবার ৪০১৪৬টি পরিবারের ১ লাখ ৬৯ হাজার ৪ শ' লোকজন আনন্দের সঙ্গে নতুন বাড়িঘরে স্থানান্তর করেছেন।

কাশি এলাকার ইয়েছেং জেলায় ২০১৭ সাল থেকে এই পর্যন্ত আকতাস আবাসিক এলাকায় স্থানীয় তিনটি থানার ৩১৫০ পরিবারের ১৪ হাজার দরিদ্র লোকজনকে গ্রহণ করেছে। তাও সিনচিয়াং-এর বৃহত্তম দারিদ্র বিমোচনের আবাসিক এলাকা।

দরিদ্র লোকজনের স্থানান্তর এবং থাকার অবস্থা উন্নয়নের ভিত্তিতে স্থানীয় সরকার শিল্প-প্রতিষ্ঠানকে পুঁজি বিনিয়োগে উত্সাহিত করা এবং কৃষকের কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে দরিদ্র মানুষের দারিদ্রমুক্তকরণ বাস্তবায়ন করেছে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040