যুক্তরাষ্ট্রের সিনচিয়াং সম্পর্কিত বিলের তীব্র নিন্দা এবং সমালোচনা জানালো পাক জনগণ ও দেশটিতে প্রবাসী চীনা সমিতি
  2019-12-08 15:00:50  cri
ডিসেম্বর ৮: মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি 'উইগুর মানবাধিকার নীতি বিল-২০১৯' গৃহীত হয়েছে। এই বিল পরিকল্পিতভাবে চীনের সিনচিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতির ওপর অপবাদ আরোপ করেছে, চীনের চরমপন্থা রোধ ও সন্ত্রাসদমনের চেষ্টার মুখে ঢালাও কালি লেপন করেছে। বিলটি বিদ্বেষপরায়ণভাবে সিনচিয়াং প্রশাসনে চীনের নীতির বিরুদ্ধে আক্রমণ করেছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন মহল। তারা এই বিলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা প্রকাশ করেছে।

৫ ডিসেম্বর, পাকিস্তানে প্রবাসী চীনা সমিতি, রাওয়ালপিন্ডি প্রবাসী চীনা অ্যাসোসিয়েশন, গিলগিট-বালতিস্তান প্রবাসী চীনা সমিতি, অল-পাকিস্তান প্রবাসী চীনা সমিতি যুব ফেডারেশন ইসলামাবাদে এক যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করে যুক্তরাষ্ট্রের সিনচিয়াং সম্পর্কিত বিল খণ্ডন করে। রাওয়ালপিন্ডি প্রবাসী চীনা অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির খান একজন উইগুর এবং তাঁর জন্মস্থান সিনচিয়াংয়ের কাশগরে। তিনি বলেন, তিনি মাত্র দু'মাস আগে সিনচিয়াংয়ে গিয়েছিলেন। তিনি দেখেছেন সেখানে সবকিছু সঠিকভাবে চলছে এবং লোকজন স্বাধীনভাবে জীবনযাপন করছে। যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রচারের সাথে সেখানকার পরিস্থিতির কোনো মিল নেই।

পাকিস্তানে প্রবাসী চীনা সমিতির প্রেসিডেন্ট চেন জংডং বলেন, পাকিস্তানে প্রবাসী চীনা সমিতি যুক্তরাষ্ট্রের এই অযৌক্তিক বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ করছে। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040