বাংলায় রায় লিখতে বিচারকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান
  2019-12-07 18:32:33  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন, ইংরেজিতে রায় হলে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধী ও জঙ্গিসহ বেশ কিছু আলোচিত মামলার বিচার হওয়ায় বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বেড়েছে। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারক ও সংশ্লিষ্টদে প্রতি আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির এখতিয়ারাধীন বিষয় নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন না করারও পরামর্শ দেন সরকার প্রধান।

রাষ্ট্রের অন্যান্য বিভাগের মতো বিচার বিভাগের উন্নয়নেও তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। মামলাজট কমাতে বিচার বিভাগে ডিজিটালাইজেশন করা হচ্ছে বলেও জানান তিনি। সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থ বিচার বিভাগসহ রাষ্ট্রের তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে কাজ করা উচিত বলেও অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040