চীনের প্রথম ইউএইচডি অডিও ভিডিও পরীক্ষাগার শাংহাইয়ে উন্মোচন
  2019-12-07 14:31:19  cri

ডিসেম্বর ৭: গতকাল (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে আল্ট্রা-হাই-ডেফিনিশন (ইউএইচডি) ভিডিও অডিও নির্মাণ ও প্রচারবিষয়ক রাষ্ট্রীয় কেন্দ্রীয় পরীক্ষাগার শাংহাইয়ে উন্মোচন হয়। তা হল চীনের প্রথম ইউএইচডি অডিও ভিডিও বিষয়ক রাষ্ট্রীয় কেন্দ্রীয় পরীক্ষাগার।

চীনের উপ-প্রচার মন্ত্রী, সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিয়োং, শাংহাই শহরের কমিউনিস্ট পার্টির উপ-সম্পাদক, মেয়র ইং ইয়ুং প্রমুখ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাষণ দেয়ার সময় সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, এই প্রকল্পের উন্মোচন হল মিডিয়ার সংযোগ উন্নয়ন সম্বন্ধে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন, '৫জি+৪কে বা ৮কে + এআই' কৌশল ত্বরান্বিত করা এবং বিশ্বের প্রথম শ্রেণীর নতুন ধরনের প্রধান মিডিয়ায় উন্নয়নে সিএমজি'র নেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরীক্ষাগার শাংহাই শহরের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক উদ্ভাবন এবং সফ্টওয়ারের পরিবেশের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা ও বিজ্ঞানের সম্পদ নিয়ে বিভিন্ন মিডিয়া পদ্ধতির সংযোগ করাকে গবেষণা করা এবং প্রয়োগ করার কেন্দ্র হবে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040