সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সম্মেলন সভাপতিত্ব করেছেন সি চিন পিং
  2019-12-06 20:19:18  cri

ডিসেম্বর ৬: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো আজ (শুক্রবার) এক সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সম্মেলনে ২০২০ সালের অর্থনৈতিক কাজকর্মের বিশ্লেষণ ও গবেষণা করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা সিপিসি'র শৃঙ্খলা পর্যবেক্ষণ কেন্দ্রীয় কমিশনের উপস্থাপিত কর্ম-প্রতিবেদন শোনেন। পাশাপাশি ২০২০ সালে দুর্নীতি রোধে পরিকল্পনা করা হয় ।

সম্মেলনে বলা হয়, এ বছর দেশ-বিদেশের ঝুঁকি ও চ্যালেঞ্জ অনেক বেশি হওয়ার প্রেক্ষাপটে পার্টি ও দেশ সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও পরিকল্পনা অনুসারে স্থিতিশীলভাবে কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে যাচ্ছে, অর্থনীতি ও সমাজের সুষ্ঠু উন্নয়ন বজায় রয়েছে, সংস্কার ও উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে, প্রযুক্তির উদ্ভাবনে নতুন সাফল্য অর্জিত হচ্ছে। পাশাপাশি, জনগণের সুখ ও নিরাপত্তা উন্নত হচ্ছে, 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' অনুযায়ী সবকিছু সুষ্ঠুভাবে চলছে, সার্বিকভাবে সার্বিক সচ্ছল সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

সম্মেলনে আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি সিপিসি'র শৃঙ্খলা পর্যবেক্ষণ কেন্দ্রীয় কমিশনের ৪র্থ প্ল্যানারি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040