যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও দ্বৈত নীতি অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার রোধ ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলেছে: হুয়া ছুন ইং
  2019-12-06 20:18:47  cri

ডিসেম্বর ৬: যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে এককভাবে 'জৈব অস্ত্র কনভেনশন'সংক্রান্ত আলোচনায় বাধা দেওয়ার ব্যাপারে, আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও দ্বৈত নীতি, অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার রোধ ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে জৈব-অস্ত্রসংক্রান্ত নিরাপত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে বহুপক্ষের জৈব-অস্ত্র নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অব্যাহত উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বের অভিন্ন লক্ষ্যের জৈব নিরাপত্তা কমিউনিটি গঠন করতে ইচ্ছুক চীন।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040