আন্তর্জাতিক সন্ত্রাসদমনে বাধা না দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান
  2019-12-06 20:18:18  cri

ডিসেম্বর ৬: আজ (শুক্রবার) চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের এক সম্পাদকীয়তে আন্তর্জাতিক সন্ত্রাসদমনে বাধা না দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সিনচিয়াং ইস্যু মানবাধিকার, জাতিগত বা ধর্মীয় ইস্যু নয়। বরং সহিংস সন্ত্রাসবাদ দমন ও বিচ্ছিন্নতা প্রতিরোধের ইস্যু। যুক্তরাষ্ট্রকে শিগগিরি সিনচিয়াং ইস্যুর অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও দ্বৈত নীতি বন্ধ করা এবং চরমপন্থা রোধ ও সন্ত্রাসদমনে সহযোগিতার জন্য ইতিবাচক কাজ করতে সম্পাদকীয়তে আহ্বান জানানো হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তথাকথিত 'উইগুর মানবাধিকার নীতি বিল-২০১৯" পাশ করে। যাতে চীনের সন্ত্রাসদমন, চরমপন্থা প্রতিরোধের চেষ্টা ও চীনের সিনচিয়াং প্রশাসনিক নীতির উপর কালি লেপন করা হয়। এটি গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। তথাকথিত এই বিলে সন্ত্রাসদমনে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি ও মানবাধিকারের অজুহাতে নগ্নভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার অপচেষ্টা প্রতিফলিত হয়। মার্কিন এ ভূমিকা সন্ত্রাসীদের ভুল বার্তা পাঠিয়েছে। চীনের মানুষ ও আন্তর্জাতিক সমাজ এর তীব্র বিরোধিতা করে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040