হংকং ও সিনচিয়াং ইস্যুতে মিসরে চীনা রাষ্ট্রদূতের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
  2019-12-06 20:06:19  cri

ডিসেম্বর ৬: গতকাল (বৃহস্পতিবার) মিসরে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিয়াও লি ছিয়াং কায়রোতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এতে হংকং ও সিনচিয়াং প্রসঙ্গে চীনের অবস্থান ব্যাখ্যা করা হয়। মিসরের প্রধান প্রধান গণমাধ্যম এবং একাধিক বিশেষজ্ঞ এতে অংশ নেন।

হংকং বিষয়ে লিও লি ছিয়াং জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী, যে কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না এটি মৌলিক নীতি। হংকংয়ে যা ঘটছে তা শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, একেবারে উন্মুক্ত সহিংসতা। কিছু বিদেশি শক্তি বাস্তবতা উপেক্ষা করে সাদাকে কালো করে দেখাচ্ছে।

সিনচিয়াং বিষয়ে তিনি বলেন, সিনচিয়াং ইস্যু মানবাধিকার, জাতিগত বা ধর্মীয় ইস্যু নয়। বরং, সহিংস সন্ত্রাসদমন ও বিচ্ছিন্নতা প্রতিরোধের ইস্যু। চীন সরকার বরাবরই সিনচিয়াংয়ের স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় গুরুত্ব দেয়। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষ বিশ বছর ধরে চরমপন্থি ও সন্ত্রাসীদের হাতে হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সিনচিয়াং প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, তা উত্স থেকে চরমপন্থা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করছে।

সিনচিয়াংয়ের প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, সেখানে চরমপন্থা ও সন্ত্রাসবাদে প্রভাবিত কিছু কিছু মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে প্রযুক্তিতে উন্নত করে গড়ে তোলা হচ্ছে। তা কোনোভাবেই তথাকথিত 'বন্দী-শিবির' নয়।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040