বিভিন্ন পক্ষের সঙ্গে ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধান এগিয়ে নেবে চীন
  2019-12-06 18:56:12  cri

ডিসেম্বর ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র উত্পাদন নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বশীল ব্যক্তি একটি প্রতিনিধিদল নিয়ে আজ (শুক্রবার) ভিয়েনায় অনুষ্ঠিত ইরানের পরমাণু চুক্তির যৌথ কমিটির সম্মেলনে যোগ দেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং শুক্রবার বেইজিংয়ে এ কথা জানান।

রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইরান এ সম্মেলনে প্রতিনিধিদল পাঠিয়েছে এবং চুক্তি নিয়ে আলোচনা করছে।

হুয়া ছুন ইং বলেন, বর্তমানে ইরানের পরমাণু পরিস্থিতিতে উত্তেজনা বাড়ছে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং ইরানের ওপর চরম চাপ প্রয়োগ এ সমস্যা সৃষ্টির মূল কারণ।

(শিশির/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040