চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জাপানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধানের সাক্ষাত
  2019-12-06 18:52:34  cri

ডিসেম্বর ৬: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান এবং জাপানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান শিগেরু কিতামুরা সাক্ষাত করেছেন।

সাক্ষাতে ওয়াং ছি শান বলেন, গত জুন মাসে প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওসাকায় বৈঠক করেন। তাঁরা চীন-জাপান সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছেন। চীন-জাপান প্রতিবেশী ও এশিয়ার বড় দেশ এবং বিশ্বের প্রধান অর্থনৈতিক সত্তা। দু'দেশের অভ্যন্তরীণ উন্নয়ন বিশ্বশান্তি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। দু'পক্ষের উচিত্ নেতাদের মতৈক্য অনুযায়ী চীন-জাপান সম্পর্ক উন্নত করা এবং আগামীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিনিময়ের জন্য ভালো পরিবেশ সৃষ্টি করা।

(শিশির/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040