নিজস্ব উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি বিশ্বের উন্নয়নে বড় অবদান রাখছে চীন: ওয়াং ই
  2019-12-06 16:01:20  cri

ডিসেম্বর ৬: দক্ষিণ কোরিয়া সময় বৃহস্পতিবার সিউলে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দেশটির নানা মহলের বন্ধুভাবাপন্ন ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। ওয়াং ই বলেন, নিজস্ব উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি বিশ্বের উন্নয়নে বড় অবদান রাখছে চীন। চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, চীন কয়েক দশক সময়ে পাশ্চাত্য দেশের শতাধিক বছরে অর্জিত সাফল্য লাভ করেছে।

বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান টানা কয়েক বছরে ৩০ শতাংশেরও বেশি এবং বিশ্ব উন্নয়নের মূল চালিকাশক্তি চীন। এ সময়, ৮৫ কোটি চীনা মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে এবং বিশ্বের দারিদ্রমোচনে চীনের অবদান ৭০ শতাংশের বেশি। গেল ২০ বছরে বিশ্বে গাছপালা বৃদ্ধির ২৫ শতাংশ এককভাবে চীনের অবদান। ২০১৮ সালের চীনে কার্বন নিঃসরণ ২০০৫ সালের তুলনায় ৪৫.৮ শতাংশ কমেছে এবং নির্দিষ্ট সময়ের আগে চীন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040