বিশ্ব বাণিজ্য সংস্থাকে দেওয়া প্রতিশ্রুতি সময়ের আগেই পূরণ করেছে চীন: সিউলে ওয়াং ই
  2019-12-06 14:26:48  cri
ডিসেম্বর ৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার সময় চীন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা নির্ধারিত সময়ের আগেই পূরণ করা হয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) সিউলে দক্ষিণ কোরিয়ার মৈত্রী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, চীনে উন্মুক্তকরণ প্রক্রিয়া চলছে এবং তা দিন দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে। বিদেশি পণ্যের ওপর চীনের গড় শুল্ক ৭.৫ শতাংশে নেমে এসেছে, যা অন্যান্য উন্নয়নশীল দেশ ও নবোদিত অর্থনৈতিক সত্তাগুলোর শুল্কের তুলনায় অনেক কম। পাশাপাশি, বিদেশি প্রতিষ্ঠান ও পণ্যের চীনা বাজারে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এদিকে, আগামী পয়লা জানুয়ারি চীনে নতুন 'বিদেশি বিনিয়োগ আইন' কার্যকর হবে। এতে বিদেশি ব্যবসায়ীরা আরও সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবসা-পরিবেশ পাবেন। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040