দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
  2019-12-05 19:25:58  cri

ডিসেম্বর ৫: বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে সাক্ষাত করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সাক্ষাতে মুন জায়ে-ইনকে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। ওয়াং ই বলেন, এখন একতরফাবাদ ও শক্তির রাজনীতি আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়ার সংলাপ ও সহযোগিতা জোরদার করা উচিত। যৌথভাবে বহুপক্ষপাদ ও অবাধ বাণিজ্য রক্ষা করা এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি বজায় রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন ওয়াং ই।

তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও দক্ষিণ কোরিয়ার উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে আরও সংযোগ ঘটাতে চায় চীন। যাতে দু'দেশের সহযোগিতায় আরও উজ্জ্বল ভবিষ্যত্ তৈরি হয়।

(আকাশ/তৌহিদ/সুর্বণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040