চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2019-12-05 18:28:41  cri
ডিসেম্বর ৫: গতকাল (বুধবার) সিউলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিয়াং ভা'র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দেশ ও সহযোগী অংশীদার। দু'দেশের নেতৃবৃন্দের নির্দেশে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়েছে। অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দু'পক্ষের উচিত সহযোগিতা জোরদার করা, পারস্পরিক সমঝোতা বাড়ানো এবং যৌথভাবে বৈধ অধিকার রক্ষা করা, যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করা যায়।

ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের চীন সফরে স্বাগত জানায় বেইজিং। চীন ও দক্ষিণ কোরিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্তা ও বাণিজ্যিক অংশীদার। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও দক্ষিণ কোরিয়ার উন্নয়ন পরিকল্পনা যুক্ত করে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের প্রত্যাশা করেন তিনি।

কাং কিয়াং ভা বলেন, জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় সিউল। এ বছর চীনের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040