আরটিভিতে প্রচারিত 'চায়না আওয়ার' অনুষ্ঠান উপলক্ষ্যে ভোজসভা অনুষ্ঠিত
  2019-12-04 17:16:20  cri

ডিসেম্বর ৪: চায়না মিডিয়া গ্রুপ ও বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি যৌথভাবে টেলিভিশন অনুষ্ঠান 'চায়না আওয়ার'কে সামনে রেখে সোমবার রাজধানী ঢাকায় ধন্যবাদ জ্ঞাপনমূলক ভোজসভার আয়োজন করে। বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিং, মিনিস্টার ল্যাংকের কাউন্সিলার ইয়ান হুয়া লং ও সাংস্কৃতিক কাউন্সিলর সুন ইয়ান ও অন্যান্য অতিথিরা এতে অংশ নেন।

জনাব মান্নান বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার এবং আর্থ-বাণিজ্যিক বিনিময় ছাড়া দুদেশ সংস্কৃতি, পর্যটন, ক্রীড়া ও শিক্ষাসহ নানা বিষয়ে আরও বেশি বিনিময় করবে।

'চায়না আওয়ার' চীনা সংস্কৃতিবিষয়ক বাংলাদেশে প্রচারিত প্রথম টিভি অনুষ্ঠান। এতে 'চীনা ভাষা শেখা' ও 'চীনা স্বাদ' এই দুটি পর্ব রয়েছে। ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি মঙ্গলবার বিকালে ২৫ মিনিটের জন্য এ অনুষ্ঠান প্রচারিত হয়।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040