চীনা গায়িকা হুয়াং সিয়াও হু
  2019-12-05 08:29:17  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের চীনের তাইওয়ানের একজন গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার বিশেষ কণ্ঠ ও শক্তিশালী সংগীত দক্ষতার জন্য বিখ্যাত। তার গান সবসময় এক ধরনের মনোমুগ্ধকর শক্তিতে ভরপুর থাকে। শিল্পীর নাম হুয়াং সিয়াও হু। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে হুয়াং সিয়াও হু'র কিছু সুন্দর গান শুনবো।

হুয়াং সিয়াও হু ১৯৬৩ সালে তাইওয়ানের কাওসিওং শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান গাইতে খুব পছন্দ করতেন তিনি। তাই বড় হওয়ার পর ওয়াং সিয়াও হু একজন অপেশাদার গায়ক হিসেবে বেড়ে ওঠেন। অ্যালবাম প্রকাশ ও মঞ্চে পারফরমেন্সের সুযোগ ছিল না। তাই তিনি শুধু বারে গান গাইতেন। ১৯৮৯ সালে হুয়াং সিয়াও হু হংকংয়ে অনুষ্ঠিত এশিয়া সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চতুর্থ পুরস্কার পান। এই প্রতিযোগিতা থেকে লোকেরা হুয়াং সিয়াও হু সম্পর্কে জানতে পারে। আর তিনিও সংগীত কোম্পানিতে যোগ দিয়ে একজন পেশাদার গায়িকা হয়ে ওঠেন।

গান ১

১৯৯০ সালে হুয়াং সিয়াও হু তার প্রথম অ্যালবাম 'শুধু বন্ধু নয়' প্রকাশ করেন। তখন তার বয়স ২৭ বছর, অন্যান্য নতুন গায়কদের চেয়ে তার বয়স কিছুটা বেশি। তাই অনেকে তাকে নিয়ে আশাবাদী ছিল না। তবে অ্যালবামের উচ্চ মানের গানগুলোর জন্য তিনি সে বছর গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন গায়ক ও শ্রেষ্ঠ রেকর্ডিংয়ের পুরস্কার জয় করেন। হুয়াং সিয়াও হু-কে আরও বেশি মানুষ জানতে পারে।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের গান 'শুধু বন্ধু নয়'। গান ২

গানটি শুলেই আপনি বুঝতে পারেন হুয়াং সিয়াও হু'র কণ্ঠ কতটা বৈশিষ্ট্যপূর্ণ! তবে শুধু কণ্ঠ শুনে অনেকেই বুঝতে পারে না সে নারী, নাকি পুরুষ। তার চেহারাও সে রকম। চীনা সংগীত মহলের গায়িকাদের বেশিরভাগেরই মিষ্টি কণ্ঠ ও সুন্দর চেহারা রয়েছে। এ অবস্থায় গান সুন্দর হলেও হুয়াং সিয়াও হু বেশি জনপ্রিয় হতে পারেন নি। তবে তিনি গান গাইতে থাকেন, পারফরমেন্স করতে থাকেন, সুন্দর গান প্রকাশ করতেই থাকেন।

বন্ধুরা, এখন শুনুন ১৯৯২ সালে হুয়াং সিয়াও হু প্রকাশিত একটি গান 'তোমার ভালোবাসা পাই না'। গান ৩

অনেক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো গান প্রকাশ করতে করতে অবশেষে হুয়াং সিয়াও হু কিছু খ্যাতি অর্জন করেন। আর সমাজের নান্দনিক ধারনা পরিবর্তনের কারণে মানুষ এখন শিল্পীর চেহারার প্রতি বেশি গুরুত্ব দেন না। মানুষ এখন হুয়াং সিয়াও হু'র বিশেষ কণ্ঠের সৌন্দর্য উপভোগ করে। ২০০৯ সালে হুয়াং সিয়াও হু'র গান 'এত সহজ নয়' প্রকাশ করেন। এই গানে বয়স্কদের জীবনের কঠিন ও দুঃখ খুবই শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করা হয়েছে। গানটি প্রকাশ করতেই তা খুব দ্রুত সারা চীনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

বন্ধুরা, এখন হুয়াং সিয়াও হু'র সবচেয়ে জনপ্রিয় গান 'এত সহজ নয়' শুনবো। গান ৪

জনপ্রিয় হওয়ার পর হুয়াং সিয়াও হু বিভিন্ন বড় মঞ্চে পারফরমেন্সের সুযোগ পান। তবে তিনি বলেন, বারে গান গাইতে তিনি বেশি পছন্দ করেন। কারণ ছোট মঞ্চে দর্শকরা আরো ভালোভাবে তার গান অনুভব করতে পারে এবং তিনিও দর্শকের অনেক কাছাকাছি থাকতে পারেন। তবে যে মঞ্চেই হোক না কেন, হুয়াং সিয়াও হু'র গান সবসময় তার বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে।

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও হু'র গান 'let nature take its course'। গান ৫

হুয়াং সিয়াও হু প্রায় ৪০ বছর ধরে গান গাইছেন। বর্তমানে তিনি জনপ্রিয় হলেও তার সংগীত জীবনের অর্ধেক সময় তিনি জনপ্রিয় ছিলেন না। এই অভিজ্ঞতা থেকে হুয়াং সিয়াও হু হয়তো অন্য গায়কের চেয়ে আরও ভালোভাবে বুঝতে পারেন, সংগীতের অর্থ কী, গান গাওয়ায় অবিচল থাকার অর্থ কী! এজন্য তার গানে জীবনের অনেক দুঃখের অনুভূতি প্রকাশ পেলেও, মানুষ তার গান থেকে সবসময় শক্তি ও আশা পায়।

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও হু'র গান 'প্রিয় লোক'। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা হুয়াং সিয়াও হু'র আরও একটি সুন্দর গান 'পুনরায় শুরু' শুনবো। আশা করি, তার গান আপনাদের ভালো লেগেছে। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040