থাইল্যান্ডে থাই সিল্ক ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ
  2019-12-03 13:57:54  cri

২০১৯ থাই রেশম মেলা, অর্থাত্ নবম 'থাই রেশম বিশ্বে প্রবেশপথ' পোশাক সংস্কৃতি প্রদর্শনী ২৩ নভেম্বর থাইল্যান্ডের রাজকীয় নৌবাহিনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা সভাপতিত্ব করেছিলেন। থাইল্যান্ডে বিভিন্ন দেশের কর্মকর্তা, ফ্যাশন, সংস্কৃতি, পর্যটন, শিল্প ও মিডিয়াসহ ২ হাজারেরও বেশি মানুষ এতে অংশ নেয়। থাইল্যান্ডে ৩৫টি দেশের রাষ্ট্রদূতগণ এতে উপস্থিত ছিলেন। তাঁরা সবাই থাই পোশাক পরেছিলেন। যা ওই রাতের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেছিলেন, সোমদেত ফ্রে ন্যাং চাও সিরিকিট ফরা বোরোমমারাচিনিনাতের (Somdet Phra Nang Chao Sirikit Phra Borommarachininat ) দৃঢ় সমর্থন নিয়ে থাই রেশম শিল্পটি দুর্দান্ত উন্নতি অর্জন করেছে এবং এমন একটি জাতীয় শিল্পে পরিণত হয়েছে যা থাই কারিগরদের গর্বিত করেছে। থাই সিল্কের সৌন্দর্য আলাদা এবং একটি অনন্য থাই সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। সরকার জোরালোভাবে থাই রেশম শিল্পের বিকাশ এবং বিশ্বব্যাপী থাই রেশম সংস্কৃতির প্রচার করবে।

থাই সিল্ক প্রদর্শনী আয়োজক কমিটির চেয়ারম্যান এবং থাই উপ-প্রধানমন্ত্রী উইসানু ক্রু-এনগাম বলেন, সোমদেত ফরা নাং চাও সিরিকিত ফ্রে ব্রোমমারাচিনিনাত থাই সিল্ক সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা ও প্রচারে তাঁর জীবন উৎসর্গ করেছেন এবং দেশে ও বিদেশে থাই সিল্ক ফ্যাশনের নেতৃত্ব দিয়েছেন। একটি প্রাচীন জাতীয় কারুশিল্প নবজীবন লাভ করেছে এবং এটি লোক কারিগরদেরও আয়ের উত্স হয়েছে।

২০১০ সাল থেকে রানী সোমদেত ফরা নাং চাও সিরিকিত ফ্রে ব্রোমমারাচিনিনাতকে শ্রদ্ধা জানাতে থাই পর্যটক সহায়তা ফাউন্ডেশন বার্ষিক "থাই সিল্ক রোড টু দ্য ওয়ার্ল্ড" পোশাক সংস্কৃতি প্রদর্শনী আয়োজন করে এবং থাইল্যান্ডে বিভিন্ন দেশের দূতাবাস ও কনসুলেটগুলিকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল। সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, রয়্যাল নেভি, রানী ক্রাফট প্রমোশন ফাউন্ডেশন এবং অন্যান্য বিভাগগুলো এতে সহযোগিতা করে। এ বছরের ইভেন্টটি থাই সিল্ক ইন্ডাস্ট্রিজের জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক বাজার উদ্বোধন করেছে ও সৃজনশীলতার উপর আলোকপাত করেছে। এ বছরের ইভেন্টটি ছিল দেশটির বৃহত্তম ইভেন্ট। থাইল্যান্ডের ৭১ টি দেশের দূতাবাস ও কনস্যুলেটগুলিকে এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত লু চিয়েন এবং তাঁর স্ত্রী পান প্যাং চীনা ডিজাইনার ই মিনের ডিজাইন করা থাই সিল্কের পোশাক পরেছিলেন এবং থাইল্যান্ডের ৭০ টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত দম্পতি ও কর্মকর্তাদের সঙ্গে একই মঞ্চে ক্যাটওয়াক করেছেন। এটি দর্শকদের প্রচুর সাধুবাদ ও প্রশংসা পেয়েছে।

থাই সিল্ক এক্সপো ২০১৯ অর্থাত্ নবম "থাই সিল্ক রোড টু দ্য ওয়ার্ল্ড" পোশাক সংস্কৃতি প্রদর্শনী আন্তর্জাতিক থাই সিল্ক ফ্যাশন সপ্তাহসহ বিভিন্ন কার্যক্রম ১৮ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040