এদিন তেহরানে সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আব্দুল্লাহ্'র সঙ্গে বৈঠক করার সময় জারিফ বলেন, মধ্য-প্রাচ্যের প্রতিটি দেশের পরামর্শের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা সমাধানে অবিচল থাকে তেহরান।
তিনি আরো বলেন, এ ভিত্তিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এতদাঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নে হরমুজ প্রণালীর শান্তি প্রস্তাব পেশ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। আঞ্চলিক সমস্যা বিশেষ করে ইয়েমেনের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন করতে হবে বলে উল্লেখ করেন জারিফ।
ইউসুফ বলেন, উত্তেজনাময় পরিস্থিতির প্রশমনে প্রতিটি দেশের সংলাপ ও মত বিনিময় প্রয়োজন, যাতে ভুল বোঝাবুঝি দূর করে মতভেদ সমাধান করা যায়। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)