ফোনালাপে ওয়াং ই বলেন, চলতি বছর হচ্ছে চীন ও মঙ্গোলিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী, দু'দেশ সফলভাবে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে। চীন-মঙ্গোলিয়া সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক সক্রিয়ভাবে উন্নয়ন হচ্ছে। দু'পক্ষের উচিত বাস্তব সহযোগিতা জোরদার করা ও পারস্পরিক আস্থা বজায় রাখা, একসঙ্গে চেষ্টা করে দু'দেশের জনগণের কল্যাণ বয়ে আনা।
দামদিন বলেন, চলতি বছর দু'দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠতর হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ নতুন রেকর্ড সৃষ্টি করে। তিনি চীনের সঙ্গে সহযোগিতা করে দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতা নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার আশা করেন।
(তুহিনা/টুটুল/ওয়াং হাইমান)