ডিসেম্বর ২: এল সালভাদোরের প্রেসিডেন্ট ১-৬ ডিসেম্বর চীনে রাষ্ট্রীয় সফর করছেন। এল সালভাদোরে নিযুক্ত মার্কিন দূতাবাসের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, যদি দেশটি চীনের প্রস্তাব গ্রহণ করে তাহলে, তারা এল সালভাদোরের সঙ্গে মার্কিন সহযোগিতা পুনর্বিবেচনা করবে। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং সোমবার বেইজিংয়ে বলেন, মার্কিন এ বক্তব্য দেশটির ওপর নগ্ন হুমকি এবং তা নিন্দাজনক।
হুয়া ছুন ইং জোর দিয়ে বলেন, চীন সমতা ও পারস্পরিক সম্মানের নীতির ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সহযোগিতা করে। এ সহযোগিতা উভয়ের জন্য কল্যাণকর এবং কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র একটি সাধারণ দেশকে যথাযোগ্য সম্মান দেবে এবং উদ্দেশ্যমূলক, যুক্তিযুক্ত, উন্মুক্ত ও সহনশীল দৃষ্টিতে অন্য দেশ ও চীনের সম্পর্ক উন্নয়ন মূল্যায়ন করবে।
(শিশির/তৌহিদ/ আকাশ)