ডিসেম্বর ২: সোমবার সিনহুয়া সম্পাদকীয়তে বলা হয়, হংকংয়ে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে চীনকে বাধা দেওয়ার অপচেষ্টা ব্যর্থ হবে। চীনের বিরোধিতা অপেক্ষা করে তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল' স্বাক্ষর করেছে ওয়াশিংটন। এমন আধিপত্যবাদী আচরণ হংকং ইস্যু ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং তাদের অসত্ উদ্দেশ্য হলো হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা, 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি এবং চীনা জাতির মহান পুনরুত্থান ঠেকানো।
হংকংয়ের ভবিষ্যত সবসময় হংকংবাসীর হাতেই রয়েছে। হংকংয়ে অনাসৃষ্টি তৈরি করে চীনকে বাধা দেওয়ার অপচেষ্টা একটি ভুল পরিকল্পনা এবং তা অবশ্যই ব্যর্থ হবে।
(শিশির/তৌহিদ/আকাশ)